বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচনী সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক প্রধানমন্ত্রী।আজ শিলিগুড়ির জনসভায় বলেন,’আপনারা আমাকে এত ভালোবাসা দেখাচ্ছেন,দিদির রাতের ঘুম উড়ে যাবে।’একই সাথে তিনি বলেন,রাজ্য থেকে যদি দারিদ্র্য দূর হয়ে যায়,তাহলে দিদির রাজনৈতিক জীবনও শেষ হয়ে যাবে।


তাই কংগ্রেসের মতো দিদিরও চেষ্টা দরিদ্রতা যাতে কোনও ভাবেই দূর না হয়।’ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উন্নয়নের স্পিড ব্রেকার বলে উল্লেখ করেন।জনসভা থেকে তিনি জানান,চা-শ্রমিক,অদিবাসী,কৃষকদের উন্নয়নের চেষ্টা দিদি আটকে দিচ্ছে।
আরও পড়ুন: নিশীথের সমর্থনে প্রচার সভায় কোচবিহারে আসছে মোদী


রাজ্য শাসন নিয়ে আক্রমণের পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর তোলা সার্জিক্যাল স্ট্রাইক বিষয়ক প্রশ্নের প্রেক্ষাপটে বলেন,পাকিস্থানে ঢুকে জঙ্গিদের মেরেছে সেনা।কলকাতায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন দিদি।শিলিগুড়ির জনসভা থেকে তিনি বলেন,সারা দেশে যে গতিতে কাজ হয়েছে এখানে তিনি করতে পারেন নি কারন সব কাজেই বাধ সেধেছে দিদি তবে সব বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করেছে।
আদিবাসী চা শ্রমিক কৃষকদের উন্নয়নের চেষ্টাতেও বাধা দিদি বলে উল্লেখ মোদীর।মমতার নেতৃত্বে বিজেপি বিরোধী জোটকে জগাই মাধাইয়ের জোট বলে উল্লেখ করেছেন তিনি।গোর্খাদের আশ্বস্ত করে বলেন,কারও কোন অনিষ্ট হবে না,অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না।এনআরসি নিয়ে গুজব রটানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584