নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
লকডাউনে কৃষি ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজ এক বিশেষ বৈঠক সারলেন ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শনিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে লকডাউন পরিস্থিতিতে দেশের কৃষি ব্যবস্থার সামগ্রিক দিক খতিয়ে দেখার উদ্দেশ্যে বৈঠক হয়। বৈঠকে মূলত কৃষিজাত দ্রব্যের বাজার, উদ্বৃত্ত কৃষিপণ্যের যথাযথ বন্দোবস্ত, এবং কৃষককে ন্যায্য মূল্য দানের ব্যাপারে জোর দেওয়া হয় । পাশাপাশি লকডাউনের মধ্যে কৃষি ক্ষেত্রে যাতে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয় ।
PM Modi held a meeting today to deliberate on issues&reforms required in Agriculture sector. Special emphasis was given on reforms in agriculture marketing, management of marketable surplus, access of farmers to institutional credit&freeing the sector of various restrictions: PMO pic.twitter.com/ySNCLBYOI8
— ANI (@ANI) May 2, 2020
প্রসঙ্গত উল্লেখ্য লকডাউনের পূর্বে এবং লকডাউন চলাকালীন সময়ে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে দাঁড় করাতে মরিয়া হয়ে পড়েছে মোদি সরকার । অভ্যন্তরীণ উৎপাদন, বিদেশি বিনিয়োগের পাশাপাশি কৃষি ক্ষেত্রে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখছে সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584