সুদীপ পাল, বর্ধমানঃ
এনআরসি এবং সিএএ – এর প্রতিবাদে সরব হলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আউসগ্রামের এক জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে এনআরসি চালু করার কথা ভাবছেন।
কিন্তু তৃণমূল তা হতে দেবে না। তৃণমূল শেষ পর্যন্ত লড়াই করবে। অনুব্রত মণ্ডল ছাড়াও আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল প্রমুখ উপস্থিত ছিলেন। এনআরসিকে কালা কানুন উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনঃ হাসপাতালে চিকিৎসাধীন কবি শঙ্খ ঘোষ
আউসগ্রামের সভা থেকে রেশন ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর কাছে অভিযোগ আসছে অনেকেই চারদিন করে দোকান খোলা রাখছেন না।
সপ্তাহে চারদিন দোকান খোলা রাখতেই হবে। যদি কোন রেশন ডিলার চার দিন খোলা না রাখেন তাহলে প্রথমে স্থানীয় বিডিও বা থানায় জানানোর কথা বলেন। তারপরেও যদি কাজ না হয় সরাসরি তাঁকে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। আশ্বাস দেন রেশন ডিলারের সাথে কথা বলে সব ঠিক করে দেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584