নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মোদী সরকারের মন্ত্রিসভার সিলমোহর, তিনটি এয়ারপোর্ট ৫০ বছরের জন্য লিজে দেওয়া হচ্ছে আদানি এন্টারপ্রাইজকে। তিরুবন্তপুরম, জয়পুর, গুয়াহাটি এই তিনটি এয়ারপোর্ট লিজে দেওয়া হল আদানি এন্টারপ্রাইজকে, সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শ্রী প্রকাশ জাভেরকর জানান, এই লিজ এগ্রিমেন্ট অনুযায়ী ১০৭০ কোটি টাকা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পাবে বেসরকারি ডেভেলপারের কাছ থেকে। এই অর্থ খরচ করা হবে তুলনামূলক ছোট এয়ারপোর্টগুলির উন্নয়নের কাজে। আদানি এন্টারপ্রাইজ আগামী ৫০ বছর এই এয়ারপোর্ট তিনটির অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের কাজ করবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে।
আরও পড়ুনঃ বাড়তে চলেছে রেলের প্ল্যাটফর্ম টিকিটের ভাড়াও
আদানি গ্রুপকে মোট ছয়টি এয়ারপোর্ট দেওয়া হচ্ছে। এর আগে দেওয়া হয়েছে আহমেদাবাদ, লক্ষ্ণউ এবং ম্যাঙ্গালোর; এইবার বাকি তিন অর্থাৎ তিরুবন্তপুরম, জয়পুর ও গুয়াহাটি। সব মিলিয়ে ছটি এয়ারপোর্টের দায়িত্ব গেল আদানি গ্রুপের হাতে। এই ডিল ঘোষণার পরে আদানি গ্রুপের শেয়ার এই দাম বেড়েছে ১১.৮৬ শতাংশ। মুম্বাই স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার সময় আদানি গ্রুপের শেয়ারের দাম ছিল ২৩৯.০৫ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584