ওয়েবডেস্কঃ
রাফাল কেলেঙ্কারিকে সামনে রেখে বারবার মোদীকে চাপের মুখে ফেলছে কংগ্রেস । মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী একটি ইমেইলকে সামনে রেখে বলেন “অনীল আম্বানীর দালাল হিসেবে কাজ করেছেন নরেন্দ্র মোদী। এই ই-মেল দেখলেই তা বোঝা যাবে। রাফাল চুক্তির ১০ দিন আগে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন অনীল আম্বানী। তিনিই যে বরাত পাচ্ছেন, সেকথাও বলেছিলেন আম্বানী । একথা লিখেছেন এয়ারবাসের এক আধিকারিক। ”
এদিন রাহুল গান্ধীর তুলে ধরা বিমান নির্মাণ সংস্থা এয়ার বাসের একজন আধিকারিকের ঐ ইমেইল মারফত জানা যায় যে ২০১৫ সালের মার্চে ওই আধিকারিক অনীল আম্বানীর সঙ্গে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর গোপন সাক্ষাতের কথা জানতে পারেন ।
এদিন রাহুল গান্ধী আরও মন্তব্য করেন ” রাফাল চুক্তির ১০ দিন আগে কী করে জানলেন অনীল আম্বানী? জবাব দিন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী, বিদেশ সচিব, হ্যাল, কেউই জানল না, অথচ অনীল আম্বানী জেনে গেলেন! এটা যদি সত্যি হয়, তবে মোদী গোপনীয়তার আইন(অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) লঙ্ঘন করেছেন । প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অন্য কাউকে জানাচ্ছেন। জাতীয় নিরাপত্তায় বিপদ ডেকে এনেছেন। একজন চোর যেমন আচরণ করেন, ঠিক তেমনটাই উনি করেছেন।”
(ফিচার ছবি সৌজন্যে-Amar Ujala)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584