নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত ‘কৃষি আইন প্যানেল’-এর সদস্য অনিল ঘানওয়াত। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘পশ্চাৎমুখী’ বলে বর্ণনা করে তিনি বলেন, কৃষকদের উন্নতির পরিবর্তে রাজনীতিকে বেছে নিলো মোদি সরকার।
“আমাদের প্যানেল তিনটি কৃষি আইনের উপর বেশ কয়েকটি সংশোধনী এবং সেই প্রেক্ষিতে সমাধান সূত্রও জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু অচলাবস্থা সমাধানের জন্য এগুলি ব্যবহার করার পরিবর্তে, প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি পিছিয়ে যাওয়াকেই বেছে নিয়েছে। তারা শুধু নির্বাচন জিততে চায় এবং অন্য কিছু নয়,” ক্ষোভ উগরে দিয়েছেন অনিল ঘানওয়াত।
ঘানওয়াত এদিন বলেন, “সুপ্রিম কোর্টে আমাদের সুপারিশ জমা দেওয়া সত্ত্বেও, এখন মনে হচ্ছে সরকার তা পড়েই দেখেনি। কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে রাজনৈতিক এবং যার একমাত্র লক্ষ্য হল উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের নির্বাচন জেতা।
অনিল ঘানওয়াতের দাবি, কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত এখন কৃষি এবং কৃষিজাত দ্রব্য বিপণন খাতে সব ধরনের সংস্কারের দরজা বন্ধ করে দিলো। “দলের (বিজেপি) রাজনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে কৃষকদের স্বার্থ বিসর্জন দেওয়া হয়েছে,” বলে উষ্মা প্রকাশ করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584