নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
এবার ভোট কর্মীদের খাওয়ারের মেনু থেকে বাদ দেওয়া হলো মাংস।মাংসের বদলে থাকবে মাছ আর ডিম। ভাগাড় কাণ্ডের কথা মাথায় রেখে প্রত্যেকটি ব্লকের বিডিওদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন দফতর সূত্রে মিলেছে এমনই খবর। বিগত নির্বাচনগুলিতে ভোট গণনাকেন্দ্র বা ভোট গ্রহণ কেন্দ্রের সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য চিকেন বা মার্টন বিরিয়ানির প্যাকেট বা মাংস—ভাতের প্যাকেট দেওয়া হত। তবে এইবার ভাগাড়ের মাংস কাণ্ডের পর ভোট কর্মীদের মেনু থেকে বাদ পড়ছে মাংস। মুরগি কিংবা খাসি,তার বদলে পাতে পড়বে মাছ ও ডিম। ভাগাড় ও পচা মাংস কাণ্ডের জেরেই যে মেনুতে কাটছাঁট, সূত্র মারফত এমনই খবর ।জেলা নির্বাচন দপ্তর সূত্রে আরও খবর এবার থেকে আর প্যাকেটবন্দি খাবারও দেওয়া হবেনা ভোট কর্মীদের । ভোট কর্মীরা রান্না করা গরম খাবার পাত পেড়ে খাবেন। আর এই ব্যবস্থা করার জন্য ইতি মধ্যেই জেলার প্রতিটি ব্লকে নির্দেশও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । এই পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার ১৫টি ব্লকেই একটি করে মোট ১৫ গণনাকেন্দ্র থাকছে। অন্তত পাঁচ হাজার সরকারি কর্মী ভোট গণনার কাজে নিযুক্ত থাকছেন। অন্তত পাঁচ হাজার কর্মী গণনার দায়িত্বে থাকবেন। জেলার পঞ্চায়েত দফতর তথা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সুকান্ত সাহা জানান প্যাকেটবন্দি খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে প্রতিটি নির্বাচনে । অনেক সময় প্যাকেটের খাবারে পচন ধরে যায়, খাবারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এবং তা খেয়ে ভোট কর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই ভালো এবং গরম খাওয়ার যাতে ভোট কর্মীরা পায় তার দিকেই নজর দেওয়া হচ্ছে । ভোট গ্রহণ বা গণনাকেন্দ্রের নিকটবর্তী কোনও জায়গায় পাত পেড়ে বসে খাওয়ার ব্যবস্থা করতে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সুকান্ত বাবু।রান্না করা গরম খাবার ও পাত পেড়ে বসে খাওয়ার আয়োজন থাকলেও ভাগাড় আতঙ্কে মেনু থেকে মুরগি ও খাসির মাংস বাদ পরায় ভোজন প্রিয় বাঙালির স্বাদে যে একটু ভাটা পড়বে তাতে সন্দেহ নেই।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584