ফের হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে আজহার

0
81

আনিসুর রাহমান ,স্পোর্টস ডেস্কঃ

পুরনো পদে ফিরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (Hyderabad Cricket Association) সভাপতি পদে পুনর্বহাল করা হল তাঁকে। সংস্থার ওম্বুডসম্যান দীপক বর্মা এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গোটা অ্যাপেক্স কাউন্সিলকেই বাতিল করে দিয়েছেন তিনি।

Mohammad Azaruddin
মহম্মদ আজহারউদ্দিন, সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

সাময়িকভাবে জারি একটি আদেশে বর্মা স্পষ্ট ভাবে জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কে জন মনোজ, আর বিজয়ানন্দ, নরেশ শর্মা, সুরেন্দর আগরওয়াল এবং অনুরাধাকে আপাতত নির্বাসিত করা হচ্ছে।

কিছুদিন আগে এই অ্যাপেক্স কাউন্সিল দ্বারাই আজহারউদ্দিন নির্বাসিত হয়েছিলেন। বিসিসিআইয়ের বেশ কিছু নিয়ম না মানার অভিযোগ ছিল আজহারের বিরুদ্ধে। তিনি যে দুবাইয়ের একটি ক্রিকেট ক্লাবের সদস্য, তা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাননি। আজহার যে ক্লাবের সদস্য সেটি যে লিগে খেলে, তাকে BCCI স্বীকৃতি দেয় না।

তাছাড়াও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীনও বহু বিতর্কে জড়িয়েছেন আজহারউদ্দিন। তাঁর বিরুদ্ধে অভিযোগ,বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা না করেই তিনি একার মতে সিদ্ধান্ত নিতেন। এইচসিএ’র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে আজহারের বিরুদ্ধে। অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা আজহারের বিরুদ্ধে বিসিসিআইয়ে অভিযোগ জানান।

আরও পড়ুনঃ গোল্ডেন বুটের দৌড়ে প্যাট্রিক শিকের চেয়ে এগিয়ে রোনাল্ডো

তারপরই আজহারের বিরুদ্ধে পালটা পদক্ষেপ করে হায়দরাবাদ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল। গত ১৫ জুন শোকজ করে আজহারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরই তাঁকে প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।কিন্তু বর্মা জানান, নিজে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাপেক্স কাউন্সিলের নেই। তাই আজহারউদ্দিনকে নির্বাসিত করার সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে।

আরও পড়ুনঃ অবসর নিচ্ছেন আমাজন কর্তা জেফ বেজোস, সম্পদের পরিমান ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার

আজহারউদ্দিনকে নির্বাসিত করার সিদ্ধান্ত যে পাঁচ সদস্য নিয়েছেন তাঁদের শোকজ করে বর্মা লিখেছেন, “পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বদলে কিছু কর্তা নিজেদের মধ্যে রাজনীতির খেলা খেলছেন, যার কারণ তারাই জানেন। এতে ক্রিকেট সংস্থার আসল কাজই বিঘ্নিত হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here