অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে ভারতে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। দুই দলে ভাগ হয়ে গেছেন। একদল কোহলিকে সমর্থন করছেন এবং আরেক দল কোহলির বিরোধিতা করছেন। একদল রোহিত শর্মাকে নেতৃত্বে দেখতে চায়, তো অন্য দল চায় কোহলিকেই নেতা হিসেবে রাখতে।
এবার প্রাক্তন তারকা ব্যাটসম্যান মহম্মদ কাইফ বলেছেন, নেতৃত্বে থাকার সময় সৌরভ যেভাবে ক্রিকেটারদের ব্যাক করতেন, কোহলি সেভাবে করছেন না। সৌরভের মতো নেতা হতে হলে কোহলিকে আরও পরিশ্রম করতে হবে।
আরও পড়ুনঃ দাদাকে হারালেন ভাই, বিওএ’র নতুন সচিব মুখ্যমন্ত্রীর ছোটো ভাই
শ্রেয়াস আইয়ারের উদাহরণ টেনে কাইফ বলেন, “শ্রেয়স কিছুদিন আগেও কোহলির দলের প্রধান ব্যাটসম্যান ছিল। চার নম্বর ব্যাটসম্যান হিসাবে সে খেলা ফিনিশ করত। আইপিএল হোক বা নিউজিল্যান্ড সিরিজ চার নম্বরে নেমেই সে ভালো খেলেছে। হয়ত দুই-তিনটি খারাপ ইনিংস খেলেছে শ্রেয়স। তারপরেই প্রথম টি-২০ থেকে তাকে বাদ পড়তে হয়। বর্তমানে জাতীয় দলের সংস্কৃতিই এমন হয়ে গেছে। এতে আমি অন্তত বিস্মিত নই।”
আরও পড়ুনঃ পান্ডিয়া ম্যাজিকে টি-টোয়েন্টি সিরিজ টিম কোহলির পকেটে
শুধু বিরাট কোহলিই নন, কাইফের তোপের মুখে পড়েছেন হেড কোচ রবি শাস্ত্রীও। কাইফ বলেন, “দাদার (সৌরভ) সঙ্গে যখন আমরা খেলতাম, তখন মোটেই এমনটা হতো না। দাদা যদি কাউকে জাতীয় দলে খেলাতেন, সে মোটামুটি নিশ্চিত থাকত, পারফর্ম না করা পর্যন্ত সুযোগ থাকছে। দাদা ক্রিকেটারদের সবসময় ব্যাক করতেন। কোহলিকে নেতা হিসেবে ঠিক এই জায়গাতেই আরও পরিশ্রম করতে হবে। যাতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরেও সেই ঐতিহ্য বজায় থাকে।”
কাইফ আরও বলেন, “এখনো আমি কিংবা বীরেন্দ্র শেহবাগ দাদার নাম বলি। কেন বলি? দাদা আমাদের মাঝে সেই প্রভাব তৈরি করে গিয়েছিলেন। সৌরভ গাঙ্গুলী আমাদের উপর ভরসা করেছিলেন। তাই আমরা একটা দল হয়ে উঠতে পেরেছিলাম। কোহলি যখন ৮-১০ বছর পরে খেলা ছেড়ে দেবে, সেই সময় যেন কিছু ক্রিকেটার বলতে পারে যে, বিরাট আমাদের পাশে থাকত অধিনায়ক হিসেবে খারাপ ও ভালো দুই সময়েই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584