কাইফের মনে পড়ছে ন্যাটওয়েস্ট আর অশোকের বেনসন হেজেসকে

0
73

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

The Natwest series | newsfront.co

এমন এক রূপ কথা দেওয়ালে পিঠ ঠেকা থেকে ভারত ফিরে আসে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালে।সৌরভ, দ্রাবিড়, সচিন আউট হয়ে যাওয়ার পরে ভারতকে জিতিয়ে আনেন মহম্মদ কাইফ।

Mohammad Kaif | newsfront.co

সেই কাইফ এদিন ভারতের ঐতিহাসিক জয় দেখে মুগ্ধতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ওটা ছিল ওয়ান ডে এটা টেস্ট তবুও বলবো দুটো জয়ই ভারতের জন্য বিদেশের মাঠে খুব স্পেশাল। ভারতীয় দলের জন্য কোনো রকম প্রশংসাই যথেষ্ট নয়। রিজার্ভ বেঞ্চ নিয়ে কি সুন্দর খেলল।

India team | newsfront.co

ওরা উপভোগ করুক এই মুহূর্তটা আমার বারবার মনে পরে যাচ্ছিল লর্ডসে আমরা যখন জিতি গোটা দেশ খুশি হয় দল আনন্দে গা ভাসায় পুরো একই পরিস্তিতি ছিল। ভারতীয় ক্রিকেট ন্যাটওয়েস্ট জয় দিয়ে দেখায় বিদেশে তারা সিরিজ জিততে পারে।আর এই দল আলাদা রূপ দিল গোটা দেশকে ১৯৮৫।”

Ashok Malhotra | newsfront.co

অন্য দিকে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান অশোক মলহোত্রা ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন হেজেস জয়ের গুরুত্ব পূর্ণ সদস্য ছিলেন। প্রায় সবাইকে অবাক করে দিয়ে টুর্নামেন্টের সব নামী দল তথা ফাইনালে ইমরান খানের পাকিস্তানকে হারায় ভারত।

আরও পড়ুনঃ ১৬ ফেব্রুয়ারী অবধি সৌরভ থাকছে বোর্ড সভাপতির পদে

অশোককে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এতদিন অস্ট্রেলিয়ার মাঠে ইডেনের জয়কে এগিয়ে রাখতো সকলে আমি বলব আমরা যে বেনসন হেজেস জিতি ওই টুর্নামেন্টের থেকেও এটা এগিয়ে কারণ তৃতীয় শ্রেণীর দল নিয়ে আমরা জিতলাম আর গতবার ওরা বলেছিল স্মিথ, ওয়ার্নার নেই ওরা থেকেও ওরা হারলো দলের প্রত্যেক সদস্য এই জয়টা সারাজীবন উপভোগ করবে আমরা যেমন বেনসন হেজেসটা করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here