অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টেস্ট সিরিজ হারের পরে চিন্তা ভারতীয় দলে। ভারতের নির্ভরযোগ্য পেসার মহম্মদ শামিকে বাকি তিন টেস্টে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সংশয়।
ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের বলে আঘাত পাওয়ার পরই মাঠ ছাড়েন তিনি। সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জানা গিয়েছে শামি হাত তুলতে পারছেন না।
আরও পড়ুনঃ ওয়াদেকারের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস ভারতের
কলঙ্কের ইতিহাস গড়ে শনিবারই ভারত ৩৬ রানে ইনিংস শেষ করেছে। সেই ম্যাচেই প্যাট কামিন্সের শর্ট বল সরাসরি আছড়ে পড়ে শামির হাতে। তারপরে তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট ক্যাপ্টেন কোহলি জানান, “প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ওঁর। এমনকি হাতও তুলতে পারছে না। সন্ধ্যের দিকে জানতে পারব, কী হয়েছে। পরের টেস্টে খেলতে পারবে কিনা সেটা ফিজিওরা দেখবে!”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584