হিরো আই লিগে জয় পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব

0
53

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

হিরো আই লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব হারিয়ে দিল আইজল এফসিকে। বৃহস্পতিবার নৈহাটি কর্পোরেশন স্টেডিয়ামে আই লিগের দ্বিতীয় ম্যাচে মার্কোসের জোড়া গোলে আইজল এফসিকে হারিয়ে দিল কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এইদিন দুই দল ধীরগতিতে ম্যাচ শুরু করলেও ক্রমশ মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয়। ওই সময় মোহামেডানের মিডফিল্ডাররা নিকোলা ব্রেন্ডন রুদভিচ ও সর্বোপরি মার্কোসের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নিয়ে নেয়। ম্যাচের ২৫ মিনিটের মাথায় রুদভিচের দুর্দান্ত ব্যাক পাস থেকে অসাধারণ গোল করেন মার্কোস জোসেফ।

Mohammedan beats aizawl FC

এইসময় ম্যাচের সম্পূর্ণ রাস মার্কোস নিজের হাতে নিয়ে দশ মিনিটের মাথায় ডান দিক থেকে নিকোলা আইজাল এফসির গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা গোলে বল পাস করলে মার্কোস টোকা দিয়ে তার দ্বিতীয় গোলটি করেন। মোহামেডান স্পোটিং ক্লাব প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে কিন্তু আইজল এফসি দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রথম দশ মিনিটের মাথায় বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে সক্ষম হয়নি। এসময় মোহামেডান স্পোর্টিংকে অগোছালো ফুটবল খেলতে দেখা যায়।

 

বেশ কয়েকটি তারা সুযোগ তৈরি করলেও মার্কোস, রুদভিচ ও ফায়াজরা গোল করতে ব্যর্থ হয়। নিকোলা ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মার্কোস শর্ট দুর্দান্তভাবে সেভ করে আইজল গোলরক্ষক লালমানুসাঙ্গা। ম্যাচের অতিরিক্ত সময়ে আইজল এফসি প্লাজা দুর্দান্ত শর্ট বারপোস্টে লেগে ফিরে আসে। এর ঠিক এক মিনিটের মাথায় প্লাজার শর্ট মোহামেডান স্পোর্টিং গোলরক্ষক জোথানমাওয়া রুখে দেয়। ম্যাচের সেরা মার্কোস। পরপর দুই ম্যাচে জয় পেল মোহামেডান স্পোটিং ক্লাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here