অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ঘরের মাঠে যুব ভারতীতে শনিবার দুপুর দুটোয় আই লীগে প্রথম বার নামতে চলা সুদেভা এফসির মুখোমুখি হচ্ছে সাদা কালো ব্রিগেড। গত আইএফএ শিল্ডে সেমি ফাইনালে রিয়াল কাশ্মীরের কাছে হারতে হয় মহামেডানকে। ইনভেস্টর বিদায় নেওয়ার কথা শোনা গেলেও আপাতত থাকছে ইনভেস্টর। তাই কিছুটা হলেও চাপ কমল সাদা কালো ফুটবলারদের এদিন দীর্ঘক্ষণ সাদা কালো ব্রিগেডের কোচ জোসে হেভিয়া ফিটনেস অনুশীলন ও লং বল অনুশীলন করান।
আরও পড়ুনঃ পন্টিং ভিভ সোবার্সকে ছোঁয়ার পাশাপাশি ব্র্যাডম্যানের পরে নিজের নাম রাখলেন স্মিথ
তিনি জানান, “ প্রথম ম্যাচটা সবসময় খুব গুরুত্বপূর্ণ আমরা ম্যাচটা জিততে চাই, দল খুব চার্জে রয়েছে। পজিটিভ এনার্জি আছে। তবে ম্যাচটা সোজা হবে না ওরা প্রথম বার আই লীগে ভালো খেলে আসছে লড়াই হবে। দলের বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়াকে নিয়ে স্প্যানিশ কোচ জানান, “খুব ভালো ফুটবলার ও বড় জায়গায় খেলে এসেছে সেই অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে দায়িত্ব নিতে জানে।“ জামাল জানান, “দলের সবাই সবার যোগ্যতা ও ক্ষমতা সম্পর্কে জানে। আমরা সেরাটা দেবো। স্প্যানিশকোচের অধীনে আমরা নতুন কিছু শিখেছি।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584