কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
টানা চার ম্যাচে জয় লাভ করে লীগ তালিকায় শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার নৈহাটি কপোরেশন স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজকে ৪-০ গোলে হারিয়ে লিগের চতুর্থ জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে মার্কোস জোসেফের অনবদ্য জোড়া গোলে মোহামেডান এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথায় কর্নার কিক থেকে আশির আক্তার হেডে দুরন্ত গোল করে ৩-০ তে এগিয়ে দেয়। আর তারপর ম্যাচ হয়ে দাঁড়ায় নিয়ম-রক্ষার। ম্যাচের ৭১ মিনিটে রুদভিচের দক্ষতায় ৪-০।
Second Half 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭𝐬 🖼️ from our I-League encounter against Indian Arrows ⚽🏃 📸#JaanJaanMohammedan ✊💪🔥 ⚫⚪#MDSARW⚔️🏆#LeagueForAll 🤝#IndianFootball ⚽#MDS 💪#MatchDay 🤘 pic.twitter.com/k9Tq0j89BZ
— Mohammedan SC (@MohammedanSC) March 12, 2022
বিপক্ষ তেমন কোনো সুযোগ পায়নি বললেই চলে। সারা ম্যাচে ইন্ডিয়ান আরোজ মাত্র একটি গোল লক্ষ্য করে শর্ট নেয়। এদিনের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাকোর্স জোসেফ, মাত্র চার ম্যাচে ৬ গোল করে টপ স্কোরার এবং এদিন হিরো অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে মোহামেডান। মার্কোস জোসেফ মোহামেডানের প্রতিটা জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আরও পড়ুনঃ প্রথম প্লে-অফে কেরালা ব্লাস্টার্স হারিয়ে দিল জামশেদপুরকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584