অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
কষ্টার্জিত জয় মহামেডানের। আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে গাঢ়ওয়াল এফসি-র বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মুনমুন টিমোথি লুগুনের অতিরিক্ত সময়ের গোলে কল্যাণীতে মান বাঁচল সাদা-কালো ব্রিগেডের।
ত্রিনিদাদ টোবাগোর উইলিজ প্লাজা এদিন পেনাল্টি মিস করে হতাশ করেন সবাইকে। তবুও প্লাজার খেলায় খুশি মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।
এদিন তিনি জানান, “অনেক সুযোগ আমরা নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে পারলে অনেক আগে আরও বেশি গোলে জিততে পারতাম। ভুলগুলো পরের ম্যাচে করা চলবে না। তবে আমি ছেলেদের দোষ দিচ্ছি না কারণ সাত মাস পর ছেলেরা প্রথম ম্যাচ খেলছে। অসুবিধা তো হবেই। ”
আরও পড়ুনঃ কল্যাণীতে কষ্টার্জিত জয় মহামেডানের
দ্বিতীয়ার্ধে উইলিস প্লাজার পেনাল্টি নষ্টের প্রসঙ্গে দীপেন্দু বলেন, “প্লাজা খুবই পরিশ্রম করেছে। খেটে খেলছে, তবে ভাগ্য সঙ্গে ছিল না। স্ট্রাইকারদের এমন দিন আসে আবার গোল করলেই সবাই বাহবা দিত। প্লাজা একজন খুবই অভিজ্ঞ ফুটবলার, ও ফিরে আসতে জানে আমি নিশ্চিত ও পরের ম্যাচ থেকেই গোল পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584