লকডাউন তাতে কি মোহনবাগানকে কবে কে থামাতে পেরেছে!

0
95

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গোটা রাজ্যের লকডাউন তাতে কি ! মোহনবাগান দিবস ঘিরে উন্মাদনাতে এতটুকু ভাটা পরেনি । আজ রাত বারোটা বাজতেই নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারের ন্যা সডাক ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠেছিল মোহনবাগান। সেই ছবি গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Mohunbagan AC | newsfront.co
ছবিঃ মোহনবাগান টুইটার পেজ

আজ, সকালে মোহনবাগান সচিব ও অর্থ সচিব সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত ময়দানে গিয়ে গোষ্ঠ পালের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ক্লাব তাঁবুতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীকে ‘মোহনবাগান রত্ন’ পদক তুলে দেন সৃঞ্জয় বসু।

এবছর গুরবক্স সিং ও পলাশ নন্দী মোহনবাগান রত্ন পাচ্ছেন। লাইফটাইম অ্যা চিভমেন্ট পাচ্ছেন প্রাক্তন ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায় এবং হকির প্রাক্তন অলিম্পিয়ান অশোক কুমার ও প্রাক্তন অ্যা থলিট মনোরঞ্জন পোড়েল।

mohunbagan | newsfront.co
ছবিঃ মোহনবাগান টুইটার পেজ

প্রয়াত অঞ্জন মিত্রর নামে সেরা ক্রীড়া প্রশাসকের পুরস্কার পেলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় মঙ্গলবার গিয়েই পুরস্কার নিয়ে আসেন। মনোরঞ্জন পোড়েলও ছিলেন সঙ্গে।

celebration | newsfront.co
ছবিঃ মোহনবাগান টুইটার পেজ

গুরগাঁওতে আটকে থাকায় এদিন পুরস্কার নিতে পারেননি প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং। আসতে পারেননি প্রণব গঙ্গোপাধ্যায় ও অশোক কুমার।

আরও পড়ুনঃ বাড়িতে পতাকা উত্তোলন করে শতবর্ষ উদযাপনের আবেদন ইস্টবেঙ্গল কর্তাদের

mohunbagan day | newsfront.co
ছবিঃ মোহনবাগান টুইটার পেজ

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, সাংবাদিকদের জানান ,”লকডাউনের জন্য আমরা মাঠে অনুষ্ঠান করতে পারলাম না। এই প্রথম বার এমন হল এই কষ্ট ভোলার নয়, তবে ভারতবর্ষের যা অবস্থা মানুষের জীবন সবার আগে। তবে বিভিন্ন অনুষ্ঠান আমরা সদস্যী-সমর্থকদের জন্যত তৈরি রেখেছি। মোহনবাগানের ইউটিউব, ফেসবুক পেজে আজ সারাদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখা যাবে। সমর্থকরা ওখানে আসুন একসঙ্গে থাকি সবাই।”

মোহনবাগান সমর্থকরাও নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পালন করছেন তাঁদের প্রিয় ক্লাবকে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here