মোহনবাগান দিবস উদযাপন এবার আমেরিকা থেকেও

0
206

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

২৯ তারিখ মোহনবাগান দিবস। বিশ্ব জোড়া ফ্যান । আমেরিকার মোহনবাগান সমর্থকরা এই প্রথম ভার্চুয়াল সেলিব্রেশন। অপেক্ষা আর কয়েক ঘণ্টার- কাউন্টডাউন শুরু । সাউন্ড, টেস্টিং, লাইটস- একেবারে হাতের মুঠোয়। বাংলায় লকডাউন, দেশের অন্যান্য শহরের অবস্থা ভালো না, বিদেশেও এক। তাই, বাড়ী থেকেই মেতে ওঠার সমস্ত প্রস্তুতি নিয়ে মননে মোহন।

Video conference | newsfront.co
সংবাদ চিত্র

আর এই উইকএন্ডে বিশ্ব জোড়া ফ্যানদের ম্যারিনার্স এবরোডের সেলিব্রেশন। করোনার কারণে মোহনবাগান দিবস এবার ভার্চুয়াল তোড়জোড় আমেরিকাতেও। আমেরিকাবাসী মোহনবাগান ভক্ত। আই লিগ জিতেছে মোহনবাগান।প্রিয় ক্লাবের এই জয়ে অন্য সময় হলে সুদূর আমেরিকাতেও সবুজ মেরুনের মেলা বসতো।

Sidhu | newsfront.co
সংবাদ চিত্র

লকডাউনের লস এঞ্জেলস থেকে করোনাময় ক্যালগেরি, গৃহবন্দী সবাই। আর তাই সেলিব্রেশনটা ছোট হতে হতে এখন জুম, গুগল হ্যাঙ্গাউটে বন্দি হয়ে গেছে; এ আফসোস ভোলার নয় তবে, শহরজুড়ে শোভাযাত্রা হোক বা নাই হোক, ঘর থেকেই সেলিব্রেশনে সামিল সবাই।

আরও পড়ুনঃ নতুন দলে আগ্রহী নয় এফএসডিল, আইএসএল খেলা আরও কঠিন হল ইস্টবেঙ্গলের কাছে

singer Anindya | newsfront.co
সংবাদ চিত্র

মোহনবাগান দিবসের ঠিক আগে মেরিনার্স এবরোডের মোহনবাগান ভক্তদের বিশ্বজুড়ে মোহনবাগান সমর্থকদের এই অনলাইন অনুষ্ঠান । সারা পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন, আড্ডার মেজাজটা কিন্তু ভার্চুয়াল রকে বসেই । সামিল মোহনবাগানের সমর্থক সেলিব্রিটিরাও। গানে অনিন্দ্য সিধু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here