নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মোহনবাগানের আবেগ অক্ষত, লোগোতে রইল পালতোলা নৌকো, নতুন নাম এটিকে-মোহনবাগান। জল্পনার অবসান। মোহনবাগান সর্মথকদের আবেগ ও ঐতিহ্যকে স্বীকৃতি দিয়েই সব কিছু হল শুক্রবার অনলাইন বৈঠকে। দলের নতুন নাম প্রত্যাশা মতোই হল এটিকে মোহনবাগান। তবে যেটা জল্পনা ছিল যে লোগো কি হবে সেখানেও বাগানের আবেগকে গুরুত্ব দিলেন এটিকে মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা।
অর্থাৎ, লোগোতে থাকছে পালতোলা নৌকা। তবে লোগোতে যোগ হতে পারে এটিকে নাম। আরো বড়ো প্রাপ্তি জার্সি রঙও থাকছে হোম ম্যাচে সবুজ-মেরুন। বাইরে যখন দল খেলতে যাবে কোন জার্সি পড়ে দল খেলবেটা এখনো ঠিক হয় নি।
The iconic green and maroon colours of Mohun Bagan jersey retained pic.twitter.com/zBgr7Lmovn
— Mohun Bagan (@Mohun_Bagan) July 10, 2020
এদিনের বৈঠকে দুই তরফ থেকে মোট ছয়জন ছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দেন। বৈঠক শেষে বাগান সচিব সৃঞ্জয় বসু জানান, ‘অনেকে অনেক কথা বলেছিলো আমরা ক্লাব বেঁচে যে দিই নি তার বড়ো প্রমান হল। আমরা স্বস্তি পেলাম এবার। ঐতিহ্য ও আবেগ মিশে গেলো আমরা হাতে হাত মিলিয়ে আইএসএল খেলবো।‘
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই দল ইতিহাস গড়বে সেই আশা রাখি।‘ এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানান, ‘আমি গর্বিত মোহনবাগান জার্সি পড়ে খেলেছে তাঁদের উৎসর্গ করছি। ছোটবেলা থেকে মোহনবাগান দলের ভক্ত তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। আশা করি এই দল বিশ্ব ফুটবলে রাজ করবে। ‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584