১৭ অক্টোবর মোহনবাগানে আসছে আই লীগ ট্রফি

0
111

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

অপেক্ষার অবসান। গত মরসুমে আই লীগে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান তবে আই লীগ ট্রফি গঙ্গাপারের ক্লাবে ঢোকেনি। করোনার কারণে লীগ শেষ করা যায়নি। সমর্থকরা আনন্দও করতে পারে নি। করোনা ও লকডাউনের কারণে চ্যাম্পিয়ন মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিতে পারেনি ফেডারেশন।

I league second division | newsfront.co

আগামী ১৭ অক্টোবর শনিবার মোহনবাগান তাঁবুতে একটি অনুষ্ঠান করে ২০১৯-২০ মরসুমের আই লীগ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। কোভিড প্রোটোকল মেনেই হবে অনুষ্ঠান। ট্রফি তুলে দেবেন এআইএফএফ সচিব কুশল দাস ও লীগ সিইও সুনন্দ ধর।

I League | newsfront.co

তবে সমর্থকদের ঢুকতে দেওয়ার অনুমতি সামাজিক দূরত্বর জন্য দেওয়া হবে কিনা সেটা পরে জানান হবে।

আরও পড়ুনঃ মহামেডান আই লীগ কোয়ালিফাই করলে সেটাই বড় উপহারঃ দীপেন্দু

বুধবার মোহনবাগান কার্যকরী কমিটির বৈঠকে জানানো হয় ১৬ অক্টোবর থেকে সদস্য, সমর্থকদের জন্য খুলে যাচ্ছে মোহনবাগান তাঁবু। তার আগে পুরো ক্লাব স্যানিটাইজ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here