মালদা, ২৬ ফেব্রুয়ারি : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রিজ়ার্ভেশন কামরায় যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এক সহযাত্রী তাকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ। ওই ব্যক্তি তার হাত ধরে নাকি টানাটানিও করতে থাকেন। তার আরও অভিযোগ, বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশ কর্মীকে জানিয়ে কোনও লাভ হয়নি। পরে মালদায় নেমে মালদা GRP থানায় অভিযোগ জানায় ওই যুবতি।
শিয়ালদা থেকে গুয়াহাটি যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত B1 কামরায় রিজ়ার্ভেশন ছিল ওই যুবতির। অভিযোগ, ট্রেন বর্ধমান স্টেশন ছাড়ার পর প্রভাস সিং (৪২) নামের ওই ব্যক্তি তাকে উত্ত্যক্ত করতে থাকেন। হাত ধরে টানাটানিও করেন।
যুবতি বিষয়টি কামরায় দায়িত্বে থাকা রেল পুলিশের কর্মীকে জানায়। কিন্তু তিনি কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ। এরপর কামরার অন্য যাত্রীরা প্রভাসবাবুকে আচরণ ঠিক করতে বলেন। কিন্তু কারও কথায় কান না দিয়ে ব্যক্তি যুবতিকে উত্ত্যক্ত করতেই থাকেন। এরপর ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছালে যুবতি GRP-তে অভিযোগ জানায়। প্রভাস সিংকে গ্রেপ্তার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584