শান্তনু পুরকাইত, দক্ষিন চব্বিশ পরগনাঃ
মোমো এবার রাতের ঘুম কেড়েঃ নিল দক্ষিন সুন্দরবনের কাকদ্বীপের যুবকের।এমনকি মোমোর ভয়ে মোবাইলের নেটওয়ার্কও বন্ধ করে দেন আতঙ্কিত যুবক গৌতম বেরা।ঘটনাটি ঘটে,শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ। অভিযোগ রাতে তাঁর মোবাইলে হঠাৎই একটা নতুন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ আসে। মোবাইলের স্কিনে ভেসে ওঠে মোমোর ভয়ংকর ছবি।তবে ছবিটি ভেসে ওঠার সময় ভয়ংকর এক সুরও বেজে ওঠে মোবাইলে।তারপরেই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে একটি লেখা ‘আই এম মোমো’।এরূপ হোয়াটসঅ্যাপ দেখে গৌতম নম্বরটি ব্লক করে দেন।কিন্তু কিছুক্ষণ পরই আবারও একটি অন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ আসে।এবারে ভয় পেয়ে যান দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা গৌতম।গৌতম যতবারই হোয়াটসঅ্যাপ গুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন,ততবার’ই মোবাইলের সব সার্ভিস বন্ধ হয়ে গিয়ে,বারবার মোমোর হোয়াটসঅ্যাপ মোবাইলে ঢুকতে থাকে। ভয়ে গৌতম মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেন।কিন্তু তাতেও রেহাই পাননি তিনি। এবারে গৌতমের মোবাইলে সরাসরি ফোন আসতে থাকে মোমোর।
ফোনের ওপার থেকে ইংরেজি ভাষায় গৌতমকে দেখানো হয় নানান রকমের ভয়। একবার নয়,ফোন আসে প্রায় ৮ থেকে ১০ বার।এমনকি আজ সকাল বেলাতেও ফোন করেছিল মোমো। এরপরই গৌতম ভয় পেয়ে কাকদ্বীপ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।মোমোর ভয়ে ভীত গৌতমের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন, কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ সিংহ।তিনি গৌতমকে সাহস যোগান এবং পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।একই সঙ্গে তিনি এদিন গৌতমের কাছ থেকে মোমোর মোবাইল নম্বর গুলি নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন।
আরও পড়ুনঃ ভেজ না চিকেন মোমো?দিনহাটায় মোমো ম্যাসেজের প্রতিপ্রশ্ন যুবতীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584