মোমো আতঙ্ক এবার বর্ধমানে

0
192

সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের মেমারী দেশবন্ধুপল্লী এলাকাতে হাজির হল মোমো গেম। পেশায় ব্যবসায়ী পার্থ বিশ্বাস নামে এক যুবককের ফোনের হোয়াটসঅ্যাপে মোমো গেম খেলার মেসেজ আসার পর থেকে আতঙ্কে ভুগছেন তিনি সহ পরিবারের সদস্যরা।পার্থবাবুর পরিবার সূত্রে জানা যায়,হোয়াটসঅ্যাপে যে মেসেজটি এসেছে তা বাংলায় লেখা। হোয়াটসআপে ওই মেসেজে লেখা ছিল, ‘হায়, আমি মমো।’পরে ওইদিন রাতে আরও একটি মেসেজ আসে। যেখানে লেখা ছিল, ‘পার্থ তুমি কি মোমো চ্যালেঞ্জ খেলবে’। পরপর দু’টি মেসেজ এলে পার্থবাবু ওই নম্বরটি ব্লক করে দেন। ঘটনাটি তিনি পরিচিত এবং আত্মীয়দের জানান।পরে তাদের পরামর্শ মেনেই জানানো হয় পুলিশকে। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তা বোঝা যায় অতিরিক্ত পুলিশ সুপারের কথায়। অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, ‘জেলা পুলিশের সাইবার সেলের আধিকারিকরা বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন। বিভিন্ন স্কুলে এই ধরণের সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতার প্রচার শুরু চলছে।’ প্রসঙ্গত উল্লেখ্য,এর কিছু দিন আগেই ব্লু ওয়েল নামে একটি খেলাকে কেন্দ্র করে এই ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল।এখন ফের রাজ্যজুড়ে এই মোমো গেমের আতঙ্কে ভুগছে সবাই।কি জানি কার হোয়াটসঅ্যাপে কখন আসবে ম্যাসেজ’তুমি মোমো চ্যালেঞ্জ খেলতে প্রস্তুত কিনা?’মোমো চ্যালেঞ্জ ঘিরে এবার নতুন সংযোজন বর্ধমান জেলা।

আরও পড়ুন: ঢিমে তালে চলছে সাবওয়ে তৈরির কাজ,যাত্রী দুর্ভোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here