মনিরুল হক, কোচবিহারঃ
মারণ গেম মোমো আতঙ্ক এবার দিনহাটায়।গতকাল মধ্যরাতে দিনহাটার স্টেশন পাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা ভুঁইয়ার মোবাইলে মোমোর ম্যাসেজ আসে।যদিও আজ সকালে ম্যাসেজটি দেখতে পান তিনি। বিষয়টি নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত না হয়ে পরলেও,কিছুটা উদ্বিগ্ন।কিন্তু এই খবর ছড়িয়ে পরতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এদিন এই ম্যাসেজ দেখার পর ওই যুবতী সাংবাদিকদের বিষয়টি জানান। অন্য কারও কাছে যদি এই মারণ গেমের ম্যাসেজ আসে, সেই ক্ষেত্রে তারা যাতে সচেতনতা অবলম্বন করে সেই কথাই সাংবাদিকদের সামনে বলেন তিনি।
ওই যুবতী প্রিয়াঙ্কা ভুঁইয়া বলেন, “গতকাল রাত সাড়ে ১২ টার সময় ম্যাসেজটি আসে। আজকে সকালে আমি সেটা দেখি।আমরা নাম ম্যাসেজে লিখে পাঠিয়েছে।আমি আমরা মোবাইলে থাকা বিভিন্ন নথির তথ্য মুছে দিয়েছি।আমি একটা রিপ্লাই দিয়েছিলাম। কিন্তু পাল্টা কোন ম্যাসেজ পাইনি। সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে বলব।”
আরও পড়ুনঃ রায়গঞ্জে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584