বসন্তের বৃষ্টিতে উচ্ছে চাষিদের মাথায় হাত

0
315

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

Momordica charantia damaged by rain
উচ্ছে। নিজস্ব চিত্র

চলতি মাসে বৃষ্টিপাতের জেরে ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে পরেছেন সুন্দরবনের কয়েক হাজার উচ্ছে চাষি।জমির ভেড়ীতে জল জমে নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর ফসল।

Momordica charantia damaged by rain
জমিতে দাঁড়িয়ে জল । নিজস্ব চিত্র
Momordica charantia damaged by rain
কল্পনা মালী,সভাপতি নামখানা পঞ্চায়েত সমিতি। নিজস্ব চিত্র

দাম থাকলেও যোগানের অভাবে মার খাচ্ছেন চাষি থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।দক্ষিন সুন্দরবনের নামখানা ব্লকে বাস প্রায় ১ লক্ষ ৮৬ হাজার মানুষের,জীবিকা বলতে কৃষিকাজ।একটা সময় তরমুজ ও লঙ্কার চাষ অর্থকারী ফসল হলেও, বর্তমানে অর্থকারী ফসল হিসাবে বেছে নিয়েছে উচ্ছে চাষকে।

Momordica charantia damaged by rain
শম্ভু জানা,পাইকারী ব্যবসায়ী । নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কালনায় আলু ও পেঁয়াজ চাষিদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন

Momordica charantia damaged by rain
সেখ জাকির,নামখানা উচ্ছে ব্যবসায়ী সমিতির ক্যাসিয়ার। নিজস্ব চিত্র

বিঘার পর বিঘা জমিতে চাষিরা উচ্ছে চাষে হাত লাগিয়েছেন।ফলে অধিক মুনাফা পাচ্ছিলেন চাষিরা।অসময়ের বৃষ্টিতে তজনছ করেছে চাষের জমি।নিকাশি ব্যবস্থা না থাকায় জমাবৃষ্টির জলে পোচে গিয়েছে বলে দাবি চাষিদের।

একদিকে ফসল নষ্ট অন্যদিকে যোগানের অভাবে দাম না পাওয়াই এবছর ব্যবসায় মন্দা দেখছেন খুচরো ও পাইকারী ব্যবসায়ী।নামখানা ব্লকের সাতটি গ্রামপঞ্চায়েতের ৭০ শতাংশ উচ্ছে চাষ করেন এই এলাকার চাষিরা,কিন্তু ক’দিনের বৃষ্টির মাথায় হাত পরেছে চাষিদের।প্রতিবছর কার্তিক মাস থেকে নাওয়া খাওয়া ভুলে মাঠে নামেন চাষিরা।মাঘ ফাল্গুন চৈত্র তিনমাসে ফসল তোলেন।

এবছর চলছিল ঠিকঠাক কিন্তু কনকনে ঠান্ডার পর হঠাৎ বৃষ্টিতে মাথায় হাত পরেছে চাষিদের । সপ্তাহের প্রতিদিন নারায়নপুর বাজার থেকে শতাধিক গাড়ি পাড়ি দিত বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্যে।এবার জমা জলে নষ্ট হয়েছে উচ্ছে গাছ সহ ফসল।

ফলে যে ব্যবসা গত বছর পর্যন্ত হয়েছে তার শিকেভাগ ব্যবসা হয় নি বলে দাবি চাষিদের।যদিও চাষিদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here