আসছে ‘মন মানে না’, মুখ্য নারী চরিত্রে পল্লবী দে

0
526

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দুজন বিপরীত মেরুর মানুষের কাহিনি বলতে আসছে ধারাবাহিক ‘মন মানে না’। কালারস বাংলায় আসছে এই ধারাবাহিক৷ ‘সরস্বতীর প্রেম’-এর পর ফের ছোটপর্দায় লিড রোলে পল্লবী দে। আর তাঁর বিপরীতে দেখা যাবে স্যাম-কে।

Pallabi Dey
গৌরীর চরিত্রে পল্লবী

পল্লবীর চরিত্রের নাম গৌরী। আর স্যামের চরিত্রের নাম রুদ্র। গল্পের নায়িকা গৌরী শিক্ষিতা, মার্জিত, পরিশীলিত। অন্যদিকে রুদ্র জেদি, একরোখা, রূঢ় প্রকৃতির মানুষ। এই দুজনের মধ্যে ঝগড়া, বিতর্ক লেগেই থাকে। আবার এই দুজনেই প্রেম করে। এমনই এক গল্প সাজিয়ে আসছে এই ধারাবাহিক।

Tele actor
রুদ্রের চরিত্রে স্যাম

পল্লবীকে শেষ দেখা যায় ‘সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে। কালারস বাংলায় ‘রেশম ঝাঁপি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। তবে, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের দৌলতে তাঁকে লুতফন্নিসা বেগম হিসেবে আজও বিশেষভাবে মনে রাখে মানুষ। আর স্যাম-কে দেখা গিয়েছিল ‘দুপুর ঠাকুরপো সিজন-থ্রি’-তে। এবার নয়া অবতারে ধরা দেবেন তিনি৷

আরও পড়ুনঃ ‘মন খারাপ’-এর শুটিং শুরু হল প্রিয়াঙ্কার, শুটিং চলছে পার্কস্ট্রিট চত্বরে

অনেকদিন পর টেলিপর্দায় ফিরছেন অঞ্জনা বসু। এখানে তাঁর চরিত্রটি বড় মা’র। ফের অন্য ইমেজে ধরা দেবেন অঞ্জনা বসু। এখানে অ্যান্টাগনিস্ট তিনি। থাকছেন জয়জিত বন্দ্যোপাধ্যায়-ও।

আরও পড়ুনঃ পাণ্ডব গোয়েন্দার ‘বাবলু’ ওরফে রব ফিরলেন ‘মন ফাগুন’-এ

ধারাবাহিকের টাইটেল ট্র‍্যাক পরিচালনা করেছেন জিত গাঙ্গুলি। গান গেয়েছেন নিকিতা গান্ধী এবং শাশ্বত সিং। শাশ্বত সিং সম্প্রতি এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন। ‘সুরিন্দর ফিল্মস’-এর প্রযোজনায় ধারাবাহিকটি খুব শীঘ্রই আসবে টিভির পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here