নাদিহা বেগম,আরামবাগ,৬ই জুনঃ-
বর্ষায় ভয়ংকর রকম ভাবে বিচ্ছিন্ন ছিল এলাকা। এই এলাকায় বন্যা নতুন নয়। এবারেও মাস দেড়েক মত পড়াশুনা ছিল থমকে। তবুও সমস্ত রকমের প্রতিকূলতাকে জয় করে খানাকুলের ঘোড়াদহ সুধন্যচরণ হাই স্কুলের ছাত্রী তথা একেবারে প্রত্যন্ত গ্রামের মেয়ে মোনালিসা সামন্ত ৬৮০ পেয়ে এবারের মাধ্যমিকে দশম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছে।
একদিকে ভৌগলিক প্রতিকূলতা, অন্য দিকে পারিবারিক অস্বচ্ছলতা; দুই সমস্যার মধ্যেও মনের একাগ্রতা ও অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছিল মোনালিসা।বাবা অনুপ সামন্ত পেশায় প্রাইভেট শিক্ষক ।মেয়েকে নবম শ্রেনী পর্যন্ত কোন প্রাইভেট টিউশনও দিতে পারেন নি।দশম শ্রেণীতে টিউশন ছিল কয়েকটি বিষয়ে।এভাবে কষ্ট করে পড়াশুনা করে আজ প্রথম দশে মোনালিসা।বর্ষায় ভয়ংকর রকম ভাবে বিচ্ছিন্ন ছিল এই এলাকা।তাই দেড় মাসের মত তার পড়াশুনা থমকে গিয়েছিল। মা রমা সামন্ত গৃহবধূ।মেয়ের কৃতিত্বে খুব খুশি তিনি। তাদের এক মেয়ে পঞ্চম শ্রেনির ছাত্রী।মোনালিসা ডাক্তার হতে চায় কারন এই এলাকায় বন্যার জন্য অনেক কেই বেঘোরে মারা যেতে দেখেছে সে।
তাই ভাঙ্গা ঘরে চাঁদের আলোর মত মোনালিসাই এক মাত্র ভরসা মা বাবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584