অডিও থিয়েটার নিয়ে হাজির ‘ফোর্থ বেল থিয়েটার্স’

0
556

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শিল্পীকে গৃহবন্দি করা গেলেও শিল্পকে নয়। তার আরও এক প্রমাণ পাওয়া গেল। শহরের তরুণ থিয়েটার দল ‘ফোর্থ বেল থিয়েটার্স’।

Sneha Chatterje | newsfront.co
স্নেহা চট্টোপাধ্যায়

এর সঙ্গে যুক্ত তিন অভিনেতা এবার হয়ে উঠলেন বাচিক শিল্পী। ঘরে বসে আলাদা আলাদাভাবে রেকর্ড করলেন ‘মনে রেখো’ নাটকে নিজেদের চরিত্রের সংলাপটুকু। আর তা হয়ে উঠল অডিও থিয়েটার।

লকডাউনের জেরে কারো সঙ্গে কারো দেখা নেই। ‘মনে রেখো’র রিহার্সাল হয়েছে ভিডিও কলের মাধ্যমে। এবং গোটা বিষয়টি তৈরি হয়েছে নিজেদের বাড়িতে বসে। সংলাপ, গান, আবহ সবই যে যার নিজের ঘরে বসে সেরেছেন। নিজেদের সংলাপ হোয়াটস অ্যাপে পাঠিয়েছেন শিল্পীরা।

আরও পড়ুনঃ গৃহবন্দি হয় শিল্পী, শিল্পীসত্তা নয়

Sudip sarkar | newsfront.co
সুদীপ সরকার

সেখানে কিছু মেরামতের প্রয়োজন হলে ফের রেকর্ড করানো হয়েছে। নির্দেশকের নির্দেশ অনুযায়ী গোটা বিষয়টিকে গুছিয়েছেন তিমির বিশ্বাস। বিভিন্ন চরিত্রের কণ্ঠে রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায়, সুদীপ সরকার, আত্মদীপ ঘোষ। রচনা ও পরিচালনায় অনিরুদ্ধ দাশগুপ্ত।

Aatmadip Ghosh | newsfront.co
আত্মদীপ ঘোষ

নাটকটিতে গানের ব্যবহার রয়েছে। তিমির বিশ্বাস, শুভময় দে সরকার তৎসহ মিউজিক স্ট্রিট রয়েছে গানের কারিগরের ভূমিকায়। শ্রীজাত আর দেবলীনার লেখা কবিতা ব্যবহার করা হয়েছে। ‘ফোর্থ বেল’-এর সোশ্যাল মিডিয়া পেজ-এ হানা দিলে শোনা যাবে অডিও থিয়েটার ‘মনে রেখো’।

প্রসঙ্গত, ‘মনে রেখো’ নাটকটি প্রথম অভিনীত হয় ‘আবার বৈঠক’ ক্যাফেতে ২০১৫ সালে। সেদিন অভিনেতারা ছিলেন স্বরলিপি চ্যাটার্জি, অনিরুদ্ধ দাশগুপ্ত, অরিত্র দত্ত। এরপর নাটকটি আর কোথাও মঞ্চস্থ হয়নি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিমির বিশ্বাস এবং চয়ন চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here