মানসিক অবসাদ কাটাতে এগিয়ে এল ‘মনের জানালা’

0
43

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে মানসিক অবসাদে রায়গঞ্জে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন শহরবাসী। লকডাউনের পর থেকে রায়গঞ্জ মহকুমার বিভিন্ন ব্লকের প্রায় ২৩ জন আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন। এইসময় বয়স্ক নাগরিকদের মানসিক অবস্থার সামান্য পরিবর্তন হলেই পরিবারের সদস্যদের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করতে বলা হয়েছে।

Road | newsfront.co
নিজস্ব চিত্র

দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের তরফে বিশেষ সহায়তা প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মনের জানালা’। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলা হয়েছে, যদি বাড়ির বয়স্ক মানুষের কোন পুরানো সখ বা হবি থাকে, তাহলে অতি অবশ্যই যেন সেগুলো করার ব্যাপারে প্রবীণ মানুষদের উৎসাহ দেওয়া হয়।

আরও পড়ুনঃ লকডাউনে আটকে যাওয়া বেদুইনদের খাদ্যসামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন

করোনার সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ৬০ বছর ও তার বেশি বয়সের প্রবীণ মানুষদেরই। টানা লকডাউনের জেরে অনেক সময় বয়স্করা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here