নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১নং ওয়ার্ডের রাধাগোবিন্দ জীউ ও মহাবীর মন্দিরে বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের দরজার তালা ভেঙে ঠাকুরের সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে মন্দিরে পুজো করতে এসে ব্রাহ্মণ দেখতে পান তালা ভেঙে মন্দির চুরি হয়েছে। তারপর তিনি মন্দিরের ভেতর ঢুকে দেখেন ঠাকুরের সমস্ত গহণা ও প্রণামী বাক্সে থাকা টাকাও চুরি গেছে।
সাথে সাথে খবর দেওয়া হয় মন্দির পরিচালন কমিটির সভাপতি যুগল কুমার মন্ডলকে ও এলাকাবাসীকে। এরপর ঘটনাস্থলে যুগল কুমার মন্ডল আসেন এবং বলেন ২০০৪ সালে শহরের বুকে আমাদের এই রাধাগোবিন্দ জীউ ও মহাবীর মন্দির গড়ে ওঠে।
গত বছর এই মন্দির চুরির ঘটনা ঘটেছিল। পুনরায় আজ দরজার তালা ভেঙে মন্দির চুরির ঘটনা ঘটল। মন্দিরে থাকা প্রায় লক্ষাধিক টাকার ঠাকুরের সোনার গয়না চুরি গেছে।
আরও পড়ুনঃ নতুন সাজে সেজে উঠেছে বড়ঞা থানার ভৈরবী মায়ের মন্দির
এই ঘটনার বিষয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।এই ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে চুরি যাওয়া জায়গাটি ঘুরে দেখেন।
তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। অন্যদিকে এই চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584