নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
হোয়াটসঅ্যাপ অ্যাপে এবার একটি বাড়তি ফিচার সংযোগ হতে চলেছে। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে। জানা গেছে, বহুদিন ধরেই এরকম একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছিল কোম্পানির তরফ থেকে। কিন্তু ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া(এনপিসিআই) এর থেকে ছাড়পত্র পাওয়া যাচ্ছিল না। অবশেষে এনপিসিআই ছাড়পত্র দিয়েছে বলে মিডিয়া রিপোর্টে জানা গেছে।
জানা গেছে, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই-এর সংযোগে হোয়াটসঅ্যাপে টাকা পাঠানো যাবে। একটি জাতীয় গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেই দশ লক্ষ উপভোক্তাকে হোয়াটসঅ্যাপ এই সুবিধা দিয়েছিল কিন্তু এনপিসিআই-এর ছাড়পত্র না পাওয়ায় সেই সুবিধা কার্যকর হয়নি।
বর্তমানে ভারতে ৪০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রাথমিকভাবে এক কোটি মানুষকে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সুবিধা দেওয়া হবে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ পে বিটা ভার্সানে আইসিআইসিআই ব্যাঙ্কের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করার সুবিধা আছে।
গত সপ্তাহে মার্ক জুকারবার্গ ঘোষণা করেছিলেন আগামী কয়েকমাসে হোয়াটসঅ্যাপ পে ভারত ছাড়াও ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে চালু করা হবে। অন্যান্য ‘ইউপিআই মোড অফ ট্রান্সজাকশন’-এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ পে চলে আসায় স্বাভাবিক ভাবেই গুগল পে, পেটিএম, ফোন পে— এই অ্যাপগুলির সাথে হোয়াটসঅ্যাপ পে-র প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584