নিজস্ব সংবাদদাতা, কেশপুরঃ
‘সকলের তরে সকলে আমরা’ এই ভাবনাকে পাথেয় করে বন্যা বিধ্বস্ত কেরালার দুর্গত মানুষদের সাহায্যার্থে অর্থ সংগ্রহে এগিয়ে এলো কেশপুর ব্লকের কেশপুর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা,আর তাদের সাথে সামিল হলেন শিক্ষক-শিক্ষিকারা।শুক্রবার ও শনিবার এই দুই দিন পাঁচজন শিক্ষকের নেতৃত্বে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কুড়িজন ছাত্র ছাত্রী দুটি দলে ভাগ হয়ে বিদ্যালয় সংলগ্ন গ্রামীণ এলাকা ও কেশপুর বাজারে ত্রাণ সংগ্রহ করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুপ্রসাদ পড়িয়া জানান জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ও সেই সঙ্গে ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া প্রায় সাড়ে চার হাজার টাকা আর্থিক সাহায্য সরাসরি কেরালা সরকারের ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।এই দুদিন ছাত্র ছাত্রীদের সাথে পথে নামেন বিদ্যালেয়র শিক্ষক রাহুল চক্রবর্তী,তাপস দাস, চিন্ময় রায়, রবীনচন্দ্র দলবেরা প্রমুখ।বিদ্যালয়ের শিক্ষক রাহুল চক্রবর্তী জানান, এই দুদিন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ছাত্রীদের আহ্বানে সাড়া দিয়ে অর্থ সাহায্য এগিয়ে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584