বন্যা বিধ্বস্ত কেরালার জন্য হরিশপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের অর্থ সংগ্রহ

0
109

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বন্যা বিধ্বস্ত কেরালার দুর্গত মানুষদের সাহায্যার্থে অর্থ সংগ্রহে উদ্যোগী হলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের হরিশপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ।শুক্রবার দুপুরে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়ে গঠিত তিনটি দল মেদিনীপুর শহর ও বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে অর্থ সংগ্রহ করে।বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা জানান জনসাধারণের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ও সেই সঙ্গে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছ থেকে পাওয়া আর্থিক সাহায্য সরাসরি কেরালা সরকারের ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

নিজস্ব চিত্র

এদিন ছাত্র ছাত্রীদের সাথে পথে নামেন বিদ‍্যালেয় শিক্ষক কুলদীপ রায় চৌধুরী,বিপ্রদাস ভট্টাচার্য,প্রদীপ কুমার সাহা,শিক্ষিকা মুক্তি প্রধান,মৌ মুখোপাধ্যায়, শিক্ষক বিশ্বনাথ বাস্কে, সুনীল কুমার মণ্ডল, জয়ন্ত কুমার দত্ত প্রমুখ।মোট তিনটি টিম ছিল।দুটি টিম মেদিনীপুরে শহরে এবং একটা টিম বিদ্যালয় সংলগ্ন এলাকায় ত্রাণ সংগ্রহ করে।বিদ‍্যালয়ের শিক্ষক কুলদীপ রায় চৌধুরীর জানান,এদিন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ছাত্রীদের আহ্বানে সাড়া দিয়ে অর্থ সাহায্য এগিয়ে আসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here