লক্ষ্মী পুজোতে লক্ষ্মী লাভের আশায় মৃৎশিল্পীরা

0
408

শিবশঙ্কর চট্টোপাধ্যায়,দক্ষিণ দিনাজপুরঃ

বাঙালীর উৎসব দূর্গা পূজার রাশ কাটতে না কাটতে এবারে ধন দেবী লক্ষ্মী পূজায় ব্রতী হবেন আপামর বাঙালী।একটা সময় ছিল যখন বেশির ভাগ বাড়িতেই পটে আঁকা লক্ষ্মী নারায়ন কিংবা লক্ষ্মী দেবীর পূজায় ব্রত হত,কিন্তু এখন সময়ের সাথে এবং মূল্য বৃদ্ধির সাথে সাথে হারিয়ে যাচ্ছে পটে আঁকা লক্ষ্মী দেবী।সারা বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করে বছরের কয়েকটি দিন লক্ষ্মীর ছবি এঁকেও লক্ষ্মীলাভে বঞ্চিত হচ্ছেন দক্ষিন  দিনাজপুর জেলার বালুরঘাট এর খিদীরপুর এলাকার পটশিল্পীরা।ফলে বর্তমান ঐ গ্রামের পটশিল্পী সীমা পাল জানান,সাবেকি লক্ষ্মী প্রতিমা বানাতে ব্যস্ত।এর ফলে এক প্রকার হারাতে বসেছে পটের উপরে আঁকা লক্ষ্মী দেবী।

নিজস্ব চিত্র

যদিও বিভিন্ন প্রতিবন্ধকতা সামলে এবছরও ধুকতে থাকা এই শিল্প  আঁকড়েই বেঁচে রয়েছেন মৃৎশিল্পীরা।তার বদলে এসেছে ছাঁচের ঠাকুর কিংবা সাবেকি লক্ষ্মী প্রতীমার দিকে।তাউ ছাঁচের প্রতিমা নিতে গিয়ে মুখ ফেরাচ্ছেন লক্ষ্মী পুজো উদ্যোক্তারা।বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুরের ছোট্ট এই  গ্রামটিতে মূলত বেশিরভাগ অংশেই মৃৎশিল্পীরাই বাস করেন। সারাবছর মাটির প্রতিমা তৈরী করে।কারন একটাই এসময় ধনদেবীর মূর্তি,সরা অর্থাৎ পটঠাকুর বানিয়ে একটু বাড়তি রোজগারের আশায়,কিন্তু মূল্যবৃদ্ধির দাপটে কোনঠাসা হয়েছে এরা।এরা পট লক্ষ্মী বানান ছেরে ছাচের তৈরী প্রতীমা তেই বেশি ঝুঁকলেও তাতেও ঘাটা পড়েছে বলে তাদের দাবী।বিক্রী করতে গেলে পয়সা পাচ্ছেন না সেই মত।লক্ষ্মী পুজোর সময় বাড়তি রোজগারের আশা অনেকটাই জলে চলে গিয়েছে বলে দাবী মৃৎ শিল্পীদের।

আরও পড়ুনঃ ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় হকারদের দৌরাত্ম্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here