শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
কম্পিউটার শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার চকবৃন্দাবন এলাকায়। অভিযুক্ত যুবক ইরফান মন্ডলের নামে তপন থানায় অভিযোগ জানিয়েছেন প্রতারিত দিলরুবা খাতুন বিবি।
তপনের চকবৃন্দাবন এলাকার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, গত ২০১৮ সালে তিলোন হাইস্কুলে কম্পিউটার শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত তার কাছ থেকে প্রায় দুই লক্ষ ( ১,লক্ষ ৯০ হাজার) টাকা নেয়। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেলেও সে তাকে চাকরি পাইয়ে দিতে পারেনি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে সে বেশ কিছুটা সময় চেয়ে নেয়।
আরও পড়ুনঃ ফরাক্কায় ব্রিজ মেরামতির দাবিতে পথ অবরোধ সিটু-কংগ্রেসের
বিষয়টি প্রমাণ হিসেবে রাখতে সেসময় তার কাছ থেকে দশ টাকার স্ট্যাম্প পেপারের উপর ফেরত দেওয়ার তারিখ ৯/৯/১৯১৯ সহ লিখিয়েও নেওয়া হয়। এখনো পর্যন্ত সেই টাকা ফেরত দেয়নি বলে অভিযোগকারিনী জানান। গতকাল তপন থানায় গিয়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে দিলরুবা খাতুন বিবি। যদিও অভিযুক্তকে খুঁজে না পাওয়ায় তার বক্তব্য জানা যায় নি। পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584