শীত পড়তেই বাজারে হাজির হনুমান টুপি

0
653

সুদীপ পাল,বর্ধমানঃ

শীতকাল সবে শুরু হতেই বাজারে হাজির উলেন স্কাল ক্যাপ বা রোমান স্লাসি। হঠাৎ শুনলে বোঝার জো নেই। কিন্তু দর্শনের পর মালুম হবে চিরপরিচিত বাঙালীর হনুমান টুপি। বর্ধমান দুর্গাপুরের বাজার মাত করছে এই টুপি।দুর্গাপুরের বাসিন্দা সুজয় বসু বলেন, বাঙালী সংস্কৃতির পরিচয় হনুমান টুপি। যদিও রোমান স্ল্যাসি প্রভৃতি নামে বিক্রিত টুপি গুলি আক্ষরিক হনুমান টুপি নয়।টুপির একটি বিশেষ ধরন।

ছবিঃপ্রতিবেদক

ইতিহাস শিক্ষিক রোহিত মাইতি বলেন, রিচার্ড রাটের ‘হিস্ট্রি অফ হ্যান্ডনিটিং’ বইয়ে ব্যালাক্লাভার প্রথম উল্লেখ মেলে। এই ব্যালাক্লাভাকেই হনুমান টুপির আদি রূপ ধরা হয়। বর্ধমান বাজার ঘুরে দেখা গেল টুপির দাম দেড়শো থেকে দুইশত টাকা।তবে দামদর করলে একশো দশ থেকে ত্রিশের মধ্যেও পাওয়া যাচ্ছে। সুজয়বাবু বলেন, সোনার কেল্লা থেকে শুরু করে হালফিলের হনুমান ডট কম বা বহু সিনেমায় হনুমান টুপির ব্যবহার হয়েছে।গলসি ১ বুদবুদ বাজারের এক ব্যবসায়ী বলেন, এখন অনেক রকম টুপি বাজারে এসেছে তার চাহিদাও রয়েছে।কিন্তু নবীন প্রজন্ম কি এই টুপি ব্যবহার করছে? তিনি জানান নতুন প্রজন্মের সবাই এই টুপির প্রতি আকৃষ্ট নয় তবে বাইক চালানোর সময় অনেকেই এই টুপি ব্যবহার করেন। মাঝবয়সী থেকে বৃদ্ধরা এই টুপির প্রধান পৃষ্ঠপোষক।একাদশ শ্রেণীর ছাত্র জ্যোতির্ময় বসু বলে,মাঙ্কি টুপি পড়লে মাথা চুলকায়। এই এলাকায় প্রবল ঠান্ডা পড়ে। তখন বাধ্য হয়েই ভরসা করতে হয় হনুমান টুপির উপর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here