বাঘের আতঙ্ক কাটতে না কাটতে হনুমানের তান্ডব

0
73

পিয়ালী দাস,বীরভূমঃ

বাঘ আতঙ্কের পর এবার হনুমানের তাণ্ডব বীরভূমে গাংটে গ্রামে। হনুমানের কামড়ে আহত বেশ কয়েকজন। খবর দেওয়া হয়েছে দফতরে।খবর পেয়ে তৎপর বন দফতর, গ্রামে বসানো হয়েছে হনুমান ধরার খাঁচা। সিউড়ি থানার অন্তর্গত কোমা পঞ্চায়েতের গাংটে গ্রাম,এই গ্রামেই বেশ কয়েকদিন ধরে বাসা বেধেছে একদল হনুমান।কিছুদিন থাকার পর হঠাৎ করে পাগলের মত আচরন করতে থাকে একটি হনুমান,রীতিমতো তাণ্ডব চালাতে থাকে গ্রামজুড়ে।হনুমানের আক্রমণের ফলে আহত হয়েছেন দশ থেকে বারো জন মানুষ, দুজনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি ও করতে হয়েছিল। হনুমানের আতঙ্কে ভীতসন্ত্রস্ত গ্রামের মানুষ,দিনরাত্রি চকলেট বোম ও লাঠি হাতে পাহারা দিচ্ছে গ্রামের যুবকরা।শত চেষ্টা করার পরও নাগাল পাওয়া যাচ্ছে না হনুমানটির।রাত ভোর লাঠি হাতে হনুমানের খোঁজে তল্লাশি গ্রামবাসীদের।বাড়ির বাইরে একা একা বেরোতে পারছে না বাচ্চারা,স্কুলে যেতে পারছেনা ছাত্রছাত্রীরা।

Monkey depredation
হনুমান ধরার খাঁচা। নিজস্ব চিত্র

খবর দেওয়া হয়েছে বনদফতরে।খবর পেয়ে আজ সকালে গ্রামে পৌঁছয় বন দফতরের কর্মী ও আধিকারিকরা। হনুমানকে ধরার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে,বসানো হয়েছে খাঁচা,কিন্তু সমস্যা একটাই যে খাঁচা বসানো হয়েছে তাতে ওই উন্মত্ত হনুমানটি আদৌ ধরা পড়বে কি প্রশ্ন গ্রামবাসীদের। যদিও বন দফতরের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উন্মত্ত হনুমানটিকে ধরার জন্য।

আরও পড়ুন: অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ফুলবাড়িতে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here