কবিপ্রণাম ও বর্ষাবরণ অনুষ্ঠান মেদিনীপুরে

0
53

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আবৃত্তি,নৃত্য,সঙ্গীত,কুইজ,আলোচনার মধ্য কবিপ্রণাম ও বর্ষাবরণ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের জেলা কালেক্টরেট ক‍্যাম্পাসে।

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের জেলা কালেক্টরেট ক‍্যাম্পাসের মাল্টিপারপাস বিল্ডিং এর চতুর্থ তলের সভাকক্ষে বাইশে শ্রাবণের দিনে অনুষ্ঠিত হলো “কবি প্রণাম ও বর্ষাবরণ উৎসব।

চারাগাছ বিতরণ।নিজস্ব চিত্র

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল‍্যদান ও চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন‍্যা মজুমদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) অরুন্ধতী ভৌমিক,সদর মহকুমাশাসক দীননারায়ণ ঘোষ,গড়বেতা-৩ ব্লকের বিডিও তথা সাহিত্যিক অভিজিৎ চৌধুরী, ডেপুটি ম‍্যাজিস্ট্রেট নবনীতা সেনগুপ্ত,কবি নির্মাল্য মুখোপাধ্যায়, বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘড়ুই,

আরও পড়ুনঃ ফুটোস্কোপের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

নিজস্ব চিত্র

বিশ্বভারতীর প্রাক্তনী তথা বিদ‍্যাসাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ‍্যাপক বিশ্বজিৎ সেন, সমাজকর্মী রোশেনারা খাঁন,সঙ্গীতগুরু সুকান্ত মুখোপাধ্যায়, মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক তথা লেখক মৌসম মজুমদার,কুইজ কেন্দ্রের সভাপতি রিঙ্কু চক্রবর্তী,কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম বোস,বিশ্বভারতীর প্রাক্তনী অধ্যাপক বিপুল সরকার প্রমুখ।

নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গীতমন্দিরে শিক্ষার্থী মনিষীতা বোস ও অভ্রদীপ হাজরা।বিশেষ বক্তব্য রাখেন অভিজিৎ চৌধুরী, মৌসম মজুমদার, নির্মাল্য মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ সেন। আবৃত্তি ও কবিতা পাঠে অংশ নেন অনিন্দিতা শাসমল,সান্দ্রস্নিগ্ধ চৌধুরী,রোশেনারা খাঁন,জগন্নাথ মন্ডল,শ্বেতাশ্রী পড়িয়া, অজন্তা রায়,মোম চক্রবর্তী প্রমুখ।

সমবেত আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি কলা কেন্দ্রের শিল্পীরা।সঙ্গীত পরিবেশন করেন সৌর জানা,শ্রীজিতা দাস,মাতুয়ার মল্লিক,প্রলয় বিশ্বাস,সোমা চক্রবর্তী, মনিষীতা বোস।এছাড়াও মেদিনীপুরের খুদে প্রতিভা স্টার জলসার সুপার সিঙ্গার জুনিয়র অনুষ্ঠানের প্রতিযোগী, কুমার শানু যাকে “মেদিনীপুরের মান্না দে” বলে আখ্যায়িত করেছেন সেই অভ্রদীপ হাজরা।

নৃত্য পরিবেশন করেন আরুষি রায় ও তপস্বিনী ভট্টাচার্য।তপস্বিনী ভট্টাচার্যের একক নৃত্য উপস্থিত সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এদিনের অনুষ্ঠানে সবুজায়নের বার্তা দেওয়ার লক্ষ্যে সমস্ত অতিথি,শিল্পী তথা দর্শকদের হাতে উপহার হিসেবে চারাগাছ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অরিন্দম দাস,স্নেহাশীষ চৌধুরী সুতপা বসু, সুদীপ কুমার খাঁড়া ও সুভাষ জানা।রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানা ঘটনা ও লেখা নিয়ে মণিকাঞ্চন রায় ও সেলিম মল্লিকের নিয়ন্ত্রণে উপস্থাপিত কম্পিউটার গ্রাফিক্স সবার প্রশংসা কুড়ায়।

পাশাপাশি এদিন রবীন্দ্র বিষয়ক অডিয়েন্স কুইজ হয়।শিল্পীদের হাতে চারাগাছ উপহার তুলে দেন জেলা ও তথ্য সংস্কৃতি আধিকারিক অন্যান্য মজুমদার। পাশাপাশি কুইজ কেন্দ্রের পক্ষ থেকে অনন‍্যা মজুমদারের হাতে তুলে দেওয়া হয় শিল্পী নরসিংহ দাসের আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতির স্কেচ।

আল্পনা দেবনাথ বোসের তত্বাবধানে এদিনের মঞ্চসজ্জা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। শেষ লগ্নে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বক্তব্য রাখেন প্রসূন কুমার পড়িয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here