ওয়েব ডেস্ক, দিল্লিঃ
মহামারি আবহেই বসতে চলেছে অধিবেশন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে অধিবেশন চলতি মাসের ১৪ তারিখ শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত। করোনা ভাইরাস মহামারি এখনও বিদ্যমান, তাই সব রকম স্বাস্থ্যবিধি মেনেই চলবে সংসদের বাদল অধিবেশন।
গত পাঁচ মাসে প্রায় ১১ টি অর্ডিন্যান্স জারি করেছে সরকার, সেগুলো সংসদে পাস করানো হবে এবার। সূত্রের খবর তালিকার প্রথমেই আছে “এক দেশ এক বাজার” কৃষকদের জন্য; এটি নিয়ে কংগ্রেসের বেশ কিছু আপত্তি রয়েছে।
এছাড়া আছে সাংসদদের বেতন এবং ভাতা সংক্রান্ত অর্ডিন্যান্স, স্বাস্থ্য কর্মী ও ডাক্তারদের সুরক্ষার জন্য এপিডেমিক ডিসিস অর্ডিন্যান্স। নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন ডাল, ভোজ্য তেল এগুলির দাম নিয়ন্ত্রণ, আরেকটি উল্লেখযোগ্য অর্ডিন্যান্স হল দেউলিয়া ঘোষণার ক্ষেত্রে কিছু পরিবর্তন এছাড়া থাকছে ট্যাক্সের আইনে পরিবর্তন।
আরও পড়ুনঃ ডাঃ কাফিল খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের
অগাস্ট মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন এক নতুন প্ল্যাটফর্ম , স্বচ্ছ আয়কর অনারিং দা অনেস্ট যা প্রত্যক্ষ করের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন।
মার্চ মাসে, দেশজোড়া লকডাউন ঘোষিত হওয়ার দুদিন আগে বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যায়। আপাতত প্রতিটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সংসদের অধিবেশন চালনা করা সরকারের কাছে কঠিন চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা: দেবাঙ্গনা কলিতার জামিন মঞ্জুর
প্রত্যেক সংসদেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকসভা , রাজ্যসভার কক্ষ এবং গ্যালারি সব কিছু ব্যবহার করে আসন নির্দিষ্ট করা হবে, তার সাথে জায়েন্ট স্ক্রিন ও বিশেষ অডিও ব্যবস্থা সুনিশ্চিত করা এই সব কিছু নিয়ে ব্যস্ত আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584