জুনের দ্বিতীয় সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা

0
65

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মাত্র ৮ দিন আগেই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় আমপান। এরপর আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের গুজব ছড়িয়েছে চারিদিকে। এ বিষয়ে আবহবিদরা বলেন, দমকা বাতাস বর্ষার ইঙ্গিত, ঘূর্ণিঝড়ের নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে আগামী ক’দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে। ফলে গরম থেকে রেহাই মিলবে আমজনতার।

raining | newsfront.co
প্রতীকী চিত্র

আরব সাগরে হওয়া নিম্নচাপের হাত ধরেই ১ জুনের মধ্যে কেরালায় ঢুকবে বর্ষা। এর আগে মৌসম ভবন জানিয়েছিল, ৫ জুন নাগাদ মৌসুমি বাতাসের আগমন হতে পারে। বৃহস্পতিবার আরব সাগরে একটি নিম্নচাপের জন্ম হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিক নিয়ে টুইটে রাজ্যকে খোঁচা রাজ্যপালের

নতুনভাবে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ হতে পারে ওমান-ইয়েমেন উপকূলের দিকে। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দীর্ঘসময়ে সাগরে থাকলে বাংলায় আসা বর্ষার উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও ৪৮ ঘণ্টা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here