ব্যাঙ্ক থেকে মাসে হাজার টাকা তোলা যাবে, নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

0
565

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তে এই মুহূর্তে গোটা দেশ ব্যাপী ভোগান্তিতে বহু সংখ্যক গ্রাহক। রিজার্ভ ব্যাংক কর্তৃক নির্দেশিত ঘোষণা অনুযায়ী আগামী ছয় মাস ব্যাংক থেকে প্রতিমাসে মাত্র ১০০০ টাকা করে তুলতে পারবেন গ্রাহকরা।

Monthly Thousands rupees can be withdrawn from the bank | newsfront.co
ছবিঃ টুইটার

তবে রিজার্ভ ব্যাংকের এই নির্দেশিকা পিএম সি ব্যাংক অর্থাৎ পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংকে লেনদেনকারী গ্রাহকদের ক্ষেত্রে।

 

রিজার্ভ ব্যাংক এক নির্দেশিকায় জানিয়েছে পাঞ্জাব এবং মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকরা আগামী ছয় মাসে প্রতি মাসে ১০০০ টাকার অধিক টাকা তুলতে পারবেন না।

Monthly Thousands rupees can be withdrawn from the bank 2 | newsfront.co
Source pmcbank.com

পাশাপাশি ওই ব্যাংকের ক্ষেত্রে নির্দেশিকা আগামী ছয় মাসে ওই ব্যাংক নতুন কোন বিনিয়োগ, পুনর্নবীকরণ বা ঋণ দান করতে পারবে না।

পি এম সি ব্যাংকের উপর এই নির্দেশিকায় আপাতত আতঙ্কে গোটা দেশব্যাপী পিএমসি ব্যাংকের সাথে লেনদেনকারী গ্রাহকরা । ১৯৮৪ সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত এই কো-অপারেটিভ ব্যাংকের বর্তমানে ভারত ব্যাপী ১৩৭টি শাখা রয়েছে। মহারাষ্ট্রে(১০৩) দিল্লি (৬), কর্নাটক (১৫), গোয়া (৬), গুজরাত (৫) ও মধ্যপ্রদেশে (২) পিএমসি ব্যাঙ্কের শাখা রয়েছে। রিজার্ভ ব্যাংকের আকস্মিক সিদ্ধান্তে দেশব্যাপী পিএম সি ব্যাংকের গ্রাহকরা ক্ষোভ উগ্রে দিয়েছে।

টুইটারে বহুসংখ্যক গ্রাহক তাদের ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে জানাচ্ছেন তাদের সারাজীবনের আয় রয়েছে এই ব্যাংকে ফলে তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন। যারা দৈনন্দিন ঐ সমস্ত ব্যাংকে লেনদেন করতে অভ্যস্ত তারা সংসার খরচ ও অন্যান্য খরচ চালাতে মরিয়া হয়ে পড়ছেন।

আরও পড়ুনঃ বাংলায় কোনও এনআরসি হবে না, জানালেন মমতা  

একজন গ্রাহক আবার সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া পদক্ষেপে সামিল থাকতে হাতে নগদ অর্থ টাকার পরিবর্তে ব্যাংকে সম্পূর্ণ অর্থ রেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎ এরকম সিদ্ধান্তে তিনি এখন দিশেহারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here