মনিরুল হক,কোচবিহারঃ
প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কোচবিহার জেলা শাসকের দফতরে অবস্থান বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা।আজ দুপুরে ঘণ্টা খানেক ধরে ওই অবস্থান বিক্ষোভ হয়।এদিন যুব মোর্চার অবস্থান বিক্ষোভের কথা জানতে পেরে কোচবিহারে এসেই বিজেপি নেতা মুকুল রায়,দলের জেলা সভানেত্রী মালতী রাভা ও প্রার্থী নিশীথ প্রামাণিককে নিয়ে সেখানে হাজির হন।
এদিন বিপুল সংখ্যক যুব মোর্চার কর্মী সমর্থক কোচবিহারের সাগরদিঘি চত্বরে মিছিল করে জেলাশাসকের অফিসে আসেন।এরপর বিজেপি কর্মীরা জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর বসে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন।প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি কর্মীরা সোচ্চার হন।
যুব মোর্চার ওই আন্দোলন চলার সময় মুকুল রায় জেলা শাসকের সাথে দেখা করতে যান। কিন্তু জেলা শাসক উপস্থিত না থাকার জন্য খভ উগরে দেন। বলেন,“জেলা শাসকের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু জেলা শাসক যে কোন কারনেই হোক অফিস ত্যাগ করেছেন। আমরা বিষয়টি মুখ্য নির্বাচন আধিকারিককে জানিয়েছি। উনি যদি দেখা না করেন তাহলে আমরা আজ রাতে ওনার বাড়িতে গিয়ে দেখা করবো। লোকজন নিয়েই দেখা করার চেস্টা করবো।
আরও পড়ুনঃ ভারতীর বিরুদ্ধে যুব মোর্চার পোস্টার,চক্রান্ত বলে উল্লেখ প্রার্থীর
কারন উনি শুধু জেলা শাসক নন। রিটার্নিং অফিসারও। কোচবিহারে যে ভাবে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তাতে ওনাকে শুনতেই হবে আমাদের কথা।” আর কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত সংখ্যক না আসলে বিষয়টি যে ছাড়বেন না। সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুকুল বাবু।
১১ এপ্রিল প্রথম দফায় দেশের বেশ কিছু কেন্দ্রের সাথে এরাজ্যের কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা আসনে নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষন ঘোষণার পর প্রথমে কোচবিহারে ১ কোম্পানি ও পরে এই দুই কেন্দ্রের জন্য আর ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। কিন্তু এই সামান্য সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ হবে না বলে রাজ্যের বিরধী রাজনৈতিক দল গুলো অভিযগ করতে থাকে। তেমনি ভোট কর্মীদের মধ্যেও খভ বিক্ষোভ শুরু হয়।
যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে আর বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে আসেব। ভোটের দিন মোট ২৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী রাখতে সেটাও কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য পর্যাপ্ত হবে না বলে বিরোধী রাজনৈতিক দল গুলো দাবি করেছে।এদিন যুব মোর্চার ওই আন্দোলনের পরে শেষ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বাহিনী দিয়েই নির্বাচন হয় কিনা, এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584