নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে। করোনা আবহে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে চাঁচল বিধানসভা এলাকায়। শনিবার রাতে সামাজিক দুরত্ব বিধি মেনে চাঁচল ১ নং ব্লকের ভেবা গ্রামে আয়োজিত হয় বিজেপির কর্মীসভা। দলীয় সূত্রে জানা গেছে, ১১ নং জেলা পরিষদ সংখ্যালঘু মোর্চা মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু।
এছাড়াও উপস্থিত হয়েছিলেন জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম সহ জেলা বিজেপি নেতৃত্ব। সাংসদ খগেন মুর্মু দাবী করেন, ‘এদিনের কর্মীসভায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক তৃণমূল সমর্থক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)তে যোগদান করেছেন।
আরও পড়ুনঃ আমপান ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
রাজ্য সরকারের প্রকল্প থেকে জনসাধারণ বঞ্চিত হচ্ছে। নীচু স্তরের তৃণমূল নেতারা তা লুটপাট করে খাচ্ছে। জনসাধারণ শুধু শুনতে পায় প্রকল্প শুরু হয়েছে। আদৌ তারা সুবিধা উপভোগ করতে পারছেন না। আর এই প্রতারণার শিকার থেকে বাঁচতে ভগবানপুর এলাকার পাঁচ শতাধিক সংখ্যাালঘু মানুষ তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে স্বেচ্ছায় যোগদান করলেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584