ফের ইরাকের করোনা হাসপাতালে আগুন, মৃত প্রায় ৬৪

0
51

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

সোমবার রাতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল দক্ষিণ ইরাকের নাসিরিয়ার এক কোভিড হাসপাতাল। এদিন ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডে আচমকাই আগুন লাগে। ঘটনায় অন্তত ৬৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত প্রায় ৭০। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Iraq covid ward Fire
ছবি সৌজন্যেঃ বিবিসি

অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগেছে বলে দমকলবাহিনীর প্রাথমিক অনুমান। হাসপাতাল সূত্রে খবর, দমকল বিভাগের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগে, সেটা জানার চেষ্টা চলছে।

দেশটির স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মাত্র তিনমাস আগেই খোলা হয়েছিল ৭০ শয্যার এই কোভিড ওয়ার্ড। সোমবার যখন আগুন লাগে, সেই সময়ে ওয়ার্ডে প্রায় ৬৩ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আইসোলেশন ওয়ার্ড। হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের বের করার চেষ্টা করেন। কোনও কোনও রোগী নিজেই বের হন। কিন্তু অনেকেই ধোঁয়ায় কাশতে শুরু করেন। অক্সিজেনের অভাবে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা, মৃত ২০০

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মূল ভবনের পাশে করোনা ওয়ার্ডটি পুরো পুড়ে গিয়েছে। আগুনের কারণ নিয়ে আলোচনা করতে মন্ত্রিসভার জরুরি বৈঠকও ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদহিমি।

আরও পড়ুনঃ বিশ্বে প্রতি মিনিটে করোনায় মৃত্যু ৭, ক্ষুধায় মৃত্যু ১১, মর্মান্তিক তথ্য জানাল অক্সফ্যাম

প্রসঙ্গত, ইরাকে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহে এক দিনে নয় হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তার উপর স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা রীতিমতো শোচনীয়। দেশটিতে চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। দেশের অনেক চিকিৎসকই ইতিমধ্যে বিদেশে চলে গিয়েছেন। ফলে সেখানে যথেষ্ট অনুকূল পরিস্থিতি। এহেন অবস্থায় ফের হাসপাতালে অগ্নিকাণ্ড করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আঘাত হেনেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here