নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
দিন দুপুরে লক্ষ্যাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্রজলালচক মোড়ের কাছে চকদ্বীপা গ্রামের সরকার পরিবারে। দিন দুপুরে এমন ভয়ানক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
তবে পরিবার সূত্রে জানা গেছে, এদিন বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার দিন বিকালে পরিবারের লোকজন এসে দেখে বাড়ির দরজা ভাঙা এবং ঘরের ভেতরের সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ সাংস্কৃতিক বিকৃতি রুখতে মুখ্যমন্ত্রীর ব্যবস্থায় ভরসা প্রকাশ দিলীপের
এমনকি একই বাড়ির পাশের বাড়িতে ভাড়াটিয়া থাকতো। তার বাড়ি ফাঁকা থাকার কারনে সহজেই ঘরের ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা বলে দাবি পরিবারের সদস্যদের। সোনার গহনাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নেয় বলে পরিবারের অভিযোগ।
ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে গোটা ঘটনার খবর পুলিশকে জানানো হয়। ঘটনার তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ। তবে গ্রামের মানুষের অভিযোগ প্রত্যন্ত গ্রামের ভিতরে কিভাবে এই ঘটনা দিনে দুপুরে ঘটলো। এ নিয়ে যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584