ভারতে লক্ষাধিক সদ্যোজাতর মৃত্যুর কারণ দূষণ!

0
55

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বায়ুদূষণের প্রভাবে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ভারতীয় সদ্যোজাত শিশুর। স্টেট অফ গ্লোবাল এয়ার ২০২০ সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রায় ১ লক্ষ ১৬ হাজার শিশু ভূমিষ্ঠ হওয়ার এক মাসের মধ্যেই মারা গিয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যুর কারণ বাড়ির বাইরের দূষিত বায়ু।

New born baby | newsfront.co
প্রতীকী চিত্র

বাকি শিশুদের ঘরের মধ্যে কয়লা, কাঠ এবং ঘুঁটের জ্বালানির ধোঁয়ায় মৃত্যু হয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে। গত বছর দূষিত বায়ুর জেরে মৃত্যু হয়েছে ১৬.৭ লক্ষ মানুষের। বায়ু দূষণের কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের রোগের মাত্রাও বেড়ে গিয়েছে ভারতে।

রিপোর্ট অনুযায়ী, শিশুদের ক্ষেত্রে মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠছে জন্মের সময় কম ওজন, সময়ের আগে প্রসব এবং অবশ্যই বায়ুদূষণ। এইগুলির কারণে ভারতে শিশুমৃত্যু বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ পেট কেটে গর্ভস্থ সন্তানকে চুরি! ৬৭ বছর পর আমেরিকায় মহিলার মৃত্যুদণ্ড ঘোষণা

বুধবার হেলথ এফেক্টস ইনস্টিটিউটের তরফে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমেরিকার পরিবেশ সুরক্ষা এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সংগঠন সমীক্ষা চালিয়েছে। এই রিপোর্ট যে সময় প্রকাশিত হয়েছে, তখন ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ ফেরেনি বাজারের চাহিদা, অর্থনীতি এখনও অন্ধকারেই

যদিও কোভিডের সঙ্গে বায়ুদূষণের কোনও যোগসূত্র নেই, কিন্তু দূষণের জেরে হার্ট এবং ফুসফুসের রোগ যে বেড়েছে তার হদিশ পাওয়া গিয়েছে। সামনেই শীতের মরশুম। তখন দক্ষিণ এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে বাতাসের দূষণের প্রভাবে রোগের বাড়বাড়ন্ত করোনার প্রকোপ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রসঙ্গে বিশেষজ্ঞ ডা. কল্পনা বালাকৃষ্ণণ বলেছেন, নিম্ন ও মধ্যবিত্তদের বাস রয়েছে এমন দেশে প্রসূতিদের নানান সমস্যা এবং সদ্যোজাত শিশুর শরীরে ব্যাপক প্রভাব ফেলে বায়ুদূষণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here