হাওড়া-শিয়ালদহে ২০০’র বেশি ট্রেন সহ চলতি সপ্তাহে রাজ্যে নামছে লোকাল ট্রেন

0
102

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বৃহস্পতিবার রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় রাজ্য। তার আগে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বুধবারও রেলের সঙ্গে রাজ্যের বৈঠক হল। ঠিক হয়েছে, আপাতত অফিস টাইমে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ২০০’র বেশি ট্রেন চালানো হবে।

Indian railway | newsfront.co
প্রতীকী চিত্র

তবে ট্রেনপ্রতি ৬০০ যাত্রী মেনে চলা কার্যত অসম্ভব হলেও স্টেশনে স্টেশনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়া হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে। একই সঙ্গে যাত্রীরা সকলে মাস্ক পড়ছেন কিনা, টিকিট কাটছেন কিনা, সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা এই বিষয়গুলি রেলকে রেলরক্ষী ও টিকিট চেকারের মাধ্যমে দেখার কথা জানিয়েছে রাজ্য। তবে সাহায্য করবে রাজ্য পুলিশও

এদিন নবান্নে রেলের সঙ্গে রাজ্যের বৈঠকে রাজ্যের তরফে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণ সচিব ও অন্য আধিকারিকেরা। রেলের তরফে ছিলেন পূর্ব রেল ও দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরের ডিআরএম এবং পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার।

আরও পড়ুনঃ নবান্নে তলব আতসবাজি উন্নয়ন সমিতির কর্তাদের

সেখানেই ২০০ টি ট্রেন চালানোর বিষয় চূড়ান্ত হয়। তবে অফিস টাইমের বাইরে কোন শাখায় কত ট্রেন চলবে, তা রেল নিজেই ঠিক করবে বলে জানিয়েছে। রেলের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য। ইতিমধ্যেই রেলের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হচ্ছে যা বৃহস্পতিবারের চূড়ান্ত বৈঠকে পেশ করা হবে রাজ্যের সামনে।

আরও পড়ুনঃ খড়্গপুর- টাটানগর শাখায় ট্রেনের গতি বাড়াতে জোর কদমে শুরু হয়েছে তৃতীয় লাইনের কাজ 

আরও জানা গিয়েছে, আপাতত যে লোকাল ট্রেনগুলো চলবে, তা সব স্টেশনে দাঁড়াবে না৷ অর্থাৎ বেশির ভাগ লোকালই গ্যালোপিং হবে৷ কোন স্টেশনে কোন ট্রেন কখন দাঁড়াবে, তা রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷ এছাড়া নতুন টাইম টেবিলও জানানো হবে৷

রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথমে তারা ১০ থেকে ১৫ শতাংশ লোকাল ট্রেন দিয়ে পরিষেবা শুরু করতে চায়৷ পরে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে৷ সেই মতোই ২০০ টি ট্রেনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here