বর্ধমান-কাটোয়া রুটে আরো বেশী ট্রেনের ঘোষণা মন্ত্রীর

0
438

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃরেলমন্ত্রী পিযুষ গোয়েল কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে একটি চিঠি মারফত জানিয়ে দিয়েছেন যে কাটোয়া থেকে বর্ধমান রেল পথে আরও একাধিক ট্রেন চালু করা হবে শীঘ্রই।
বৃহস্পতিবার রেলমন্ত্রী একটি চিঠি দিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে জানিয়ে দিয়েছেন।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন যে রেলমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই কাটোয়া থেকে বর্ধমান রেল পথে আরও অধিক ট্রেন চলাচল শুরু করবে শীঘ্রই।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে বর্ধমান থেকে কাটোয়ায় মাত্র একটি ট্রেন যাতায়াত করে এর ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীসাধারণ।
একটি গুরুত্বপূর্ণ রেলপথ কাটোয়া থেকে বর্ধমান। বাস পথে কাটোয়া থেকে বর্ধমান যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যায়। অথচ রেলপথে যদি কোনো যাত্রী কাটোয়া থেকে বর্ধমান যাতায়াত করে থাকেন তাহলে সময় লাগবে জোর হলেও দেড় ঘণ্টার কম। তাই রেলপথ এই যাতায়াত করা সুবিধে যাত্রীসাধারণ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া এবং ব্যবসায়ীদের। বেশিরভাগ অসুস্থ রোগীরা রেলপথে যাতায়াত করলে তাদের সমস্ত রকম সুবিধা হয় বলেও জানিয়েছেন কেননা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় ট্রেন পথে গেলেই সুবিধা বেশি। এই রেলপথের ওপর নির্ভর করে মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রামের অধিকাংশ মানুষ জন। এমনকি নদীয়ার একটা অংশ কাটোয়া ও দাঁইহাট ফেরি ঘাট পেরিয়ে কাটোয়া থেকে ট্রেন পথে বর্ধমান মেডিকেল কলেজসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন সাধারণমানুষ। তাই একটিমাত্র ট্রেন যাতায়াত করায় চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে ওইসব এলাকার মানুষজনকে।
এদিন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে একমাস আগে তিনি রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দিয়েছিলেন যে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত রেলপথে আরো একাধিক ট্রেন দেওয়ার। কেন্দ্রের রেলমন্ত্রী বিভাগের চিঠি পেয়ে রেলপথের গুরুত্ব বুঝে আরও অধিক ট্রেন যাতায়াত করবে এই রেলপথে সেই প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই রেলপথে অধিক ট্রেন যাতায়াত করলে এলাকার মানুষের অনেক সুবিধে হবে বলেও জানিয়েছেন যাত্রীসাধারণ। এখন শুধু সময়ের অপেক্ষা কবে থেকে অধিক ট্রেন যাতায়াত করে এই রেলপথে।

সংগৃহীত ছবি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here