ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্যোগে প্রভাত ফেরি

0
203

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্যোগে সেবা সমিতির ভক্তবৃন্দরা এক মহা মিছিলের আয়োজন করে।এই মহা মিছিলে অংশগ্রহণ করেন মাড়ওয়ারী সম্প্রদায়,বিহারী সম্প্রদায় ও বাঙালি সম্প্রদায়ের ঘরের বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষেরা।ওম নম শিবায় জপ সেবা সমিতির সম্পাদক রাধেশ্যাম তাপরিয়া জানান হিন্দি পঞ্জিকা অনুসারে সারা শ্রাবণ মাস ধরে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে ওম নম শিবায় জপ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। মাসাধিক কাল এক নাগাড়ে এই অনুষ্ঠান চলার পর শনিবার রাতে তার সমাপ্তি ঘটে। সেই উপলক্ষে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের হনুমান ভবনে ওম নম শিবায় জপ সেবা সমিতির উদ্যোগে রাখি পূর্ণিমার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ওম নম শিবায় জপ সেবা সমিতির অন্যতম উদ্যোক্তা ভূপেন্দ্র মোহন ঝাঁ বলেন এই মাস থেকে প্রতি সোমবার করে ওম নম শিবায় জপ সেবা সমিতির অনুষ্ঠান নিয়মিত ভাবে সারা মাসব্যাপী চলবে বলে জানান।বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষেরা।এক সাক্ষাৎকারে ওম নম শিবায় জপ সেবা সমিতির সম্পাদক রাধেশ্যাম তাপরিয়া জানান হিন্দি পঞ্জিকা অনুসারে সারা শ্রাবণ মাস ধরে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বাড়িতে বাড়িতে ওম নম শিবায় জপ অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।

নিজস্ব চিত্র

মাসাধিক কাল এক নাগাড়ে এই অনুষ্ঠান চলার পর শনিবার রাতে তার সমাপ্তি ঘটে। সেই উপলক্ষে রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের হনুমান ভবনে ওম নম সিবায় জপ সেবা সমিতির উদ্যোগে রাখি পূর্ণিমার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ওম নম শিবায় জপ সেবা সমিতির অন্যতম উদ্যোক্তা ভূপেন্দ্র মোহন ঝাঁ বলেন এই মাস থেকে প্রতি সোমবার করে ওম নম শিবায় জপ সেবা সমিতির অনুষ্ঠান নিয়মিত ভাবে সারা মাস ব্যাপী চলবে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here