জাতীয় পতাকার অবমাননা ঘিরে বিক্ষোভ

0
80

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জাতীয় পতাকার মত দেখতে রুমাল বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শামুকতলা বাজারে । শনিবার একটি পানের দোকানে বিক্রি হচ্ছিল এই রুমাল।বিশাল রায় নামে এক যুবক রুমাল কিনতে গেলে বিষয়টি তার নজরে পরে।সাথে সাথে তিনি এই ঘটনার নিন্দা করে দোকানদারকে এই রুমাল বিক্রি বন্ধ করতে বলেন।যুবকের প্রতিবাদের মুখে পড়ে ব্যবসায়ি অবশ্য জাতীয় পতাকার অবিকল রুমাল বিক্রি বন্ধ করে দেন।পরে এলাকায় লোকজন জড়ো হয়ে যায়।সকলে এই ঘটনার প্রতিবাদ জানান।

এই রুমাল বিক্রিকে কেন্দ্র করে ঝামেলা।নিজস্ব চিত্র

ব্যবসায়ি বলেন,“আমি কিনে এনে এই রুমাল বিক্রি করছিলাম।স্বাধীনতা দিবস উপলক্ষে এই রুমাল বাজারে নামে। আমি বিষয়টি বুঝতে পারিনি যে এর ফলে জাতীয় পতাকাকে অবমাননা করা হবে। আমি আর এই রুমাল বিক্রি করবো না”। শামুকতলা।থানার আই সি এল পি ভুটিয়া বলেন,“আমরা এমন কোন ঘটনার খবর পাই নি।পেলে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করবো”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here