তাসের ঘরের মত তৃণমূলকে ভাঙবো, কংগ্রেসে যোগ দিয়ে হুঁশিয়ারি মোশারফের

0
135

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বহরমপুর টেক্সটাইল মোড়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসমাবেশের আয়জন করা হয়। কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহার, জেলায় শিল্প স্থাপন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, কর্মসংস্থানের দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জেলার সমস্ত কংগ্রেসের নেতা ও কর্মীদের উপস্থিতিতে এই জনসমাবেশের ডাক দেওয়া হয়।

congress members | newsfront.co
নিজস্ব চিত্র
adhir ranjan chowdhury | newsfront.co
অধীর চৌধুরী

পাশাপাশি এই মঞ্চ থেকে তৃণমূল বহিষ্কৃত মুর্শিদাবাদের বর্তমান জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন।সঙ্গে ছিলেন সাগরদীঘির পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা ইয়াসমিন। যোগদানের পর মোশারফ হোসেনের বক্তব্য, প্রথমে জেলা পরিষদে কৃষি কর্মাধ্যক্ষ রূপে ছিলাম তারপর জেলা সভাধিপতি হই।

mosaraf hossain | newsfront.co
মোশারফ হোসেন

নানান কাজের মধ্য দিয়ে এবং জেলা পরিষদের পক্ষ থেকে যে কাজগুলি করা হচ্ছিল তাতে বাঁধা দিয়ে একপ্রকার জোড় পূর্বক তৃণমূলে যোগদানের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। তাই বাধ্য হয়েই কংগ্রেস দল ত্যাগ করতে হয়েছিল। তবে কংগ্রেসে ফিরে এসে গিয়েছে যখন তখন এবার তাসের ঘরের মত তৃণমূলকে ভাঙাবো কেবল সময়ের অপেক্ষা।

huge people | newsfront.co
নিজস্ব চিত্র

অধীরের বক্তব্য, রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের হয়ে অন্যান্য দলগুলোর ওপর অত্যাচার সৃষ্টি করছে তার শাস্তি পেতে হবে। মুখ্যমন্ত্রী টাকার খেলা দেখিয়ে একে একে সকলকে দলে টেনেছে সেই টাকায় এবার দিদিকে ডোবাবে। যারা যেতে চাইনি তাদের নানান কেস দিয়ে জেলে ভরেছে। দিদির দল ছেড়ে এবার লাইন লাগিয়ে বিজেপিতে যোগদান করছে।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলে শিক্ষকদের সব বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলীপের

দিদির দলের যে বলেছিল অধীর বিজেপিতে যাবে আজ সে নিজে বিজেপিতে যোগদান করেছে। এতদিন বিজেপি আর তৃণমূল ছিল চর্চার বিষয় এখন কংগ্রেস বামফ্রন্ট ও অন্যান্য দলগুলি চর্চার বিষয়ে এসেছে। দিদির আর মোদীর চরিত্র সমান কেবল দল আর মুখ আলাদা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here